প্রেস রিলিজ
কলকাতা, ১৫ জুন : চলমান পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কলকাতা প্রেসক্লাব।এর সাথে সাংবাদিকদের বাড়িতে নিরাপত্তার দাবী জানাচ্ছে প্রেস ক্লাব, কলকাতা। ক্লাবের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন আয়ুক্ত রাজীব সিনহা কে চিঠি দিয়ে এই দাবী জানিয়ে এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।চিঠিতে বলা হয়েছে, গণতন্ত্রে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, সেইসঙ্গে সমগ্র নির্বাচন প্রক্রিয়ায় গণমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ঘোষিত হবার সঙ্গে সঙ্গেই বিভিন্ন হিংসাত্মক ঘটনা ঘটছে এবং এর থেকে কর্তব্যরত সাংবাদিক ও চিত্র সাংবাদিকরাও বাদ পড়ছেনা। তাদের ওপরেও আঘাত আসছে, তারাও আক্রান্ত হচ্ছেন।
এইসব সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা করছে প্রেস ক্লাব, কলকাতা। সেইসঙ্গে পুলিস ও প্রশাসনের কাছে আসন্ন নির্বাচনে কর্তব্যরত সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের পূর্ণ নিরাপত্তারও দাবি জানানো হয়। নির্বাচনী প্রচার, ভোটগ্রহণ, ফল প্রকাশ এবং নির্বাচনোত্তর পরিস্থিতিতে কর্ত্যবরত সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের খবর সংগ্রহ ও চিত্র গ্রহণের জন্য বিভিন্ন ঘটনাস্থলে যাওয়া বিশেষ প্রয়োজন হয়ে পড়ে। ফলে, এইসময়ে সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে অতিরিক্ত নজর দেওয়া প্রয়োজন; কারণ, তারাও নির্বাচনী প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অঙ্গ। তাই এই সময়ে সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের সাবির্ক নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানাচ্ছে প্রেস ক্লাব।
কলকাতা প্রেসক্লাবের পক্ষ থেকে এক প্রেসরিলিজ জারি করে ১৫ জনু পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনারের কাছে এই দাবী জানানো হয়েছে।