কবিতা

 

ওরা উদ্বাস্তু

কাজী রফিক

কবিতা

অধিবৈদিক রাতের আকাশ
ঢেকে আছে অসুরের ছায়া,
অগ্নিজ্বালা সাপ পেঁচিয়ে
ধরে বৃক্ষলতা।
একদল নেকড়ে ঝাপিয়ে পড়ে
টুকরো টুকরো করে শরীর,
বহমান কালো জলে রক্তের স্রোত,
নাফ নদীর বুকে ভাসছে লাশ।
বিরাণ প্রান্তরে উড়ছে পোড়া ছাই,
অহিংসা পরম ধর্ম বুকে নিয়ে
পুড়ছে চৈত্যবৃক্ষ প্রতিহিংসার রোষাণলে।
আদিভূমি ছেড়ে পালাচ্ছে ওরা,
দুঃস্বপ্নের অন্ধকারে হাঁটছে ওরা,
নিরুদ্দিষ্ট পথে,দর্গম গিরিখাদের কিনারা
ধরে হাঁটছে ওরা,
সমুদ্রের তরঙ্গে ভাসছে ওরা,
জলাবর্তে ঘুরছে ওদের জীবনতরী।
ধূমল আকাশের নিচে বৃষ্টি কাদায় একাকার,
জীবন মৃত্যুর মাঝে সীমান্ত পারাপার,
কোথায় থেমেছে ওদের মিছিল ?
এ নদী তাদের নয়,
এ পাহাড় তাদের নয়
এ ভুমিতো তাদের নয়,
তারা আজ উদ্বাস্তু।
ওরা মুসলমান নয়,
হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান নয়,
ওরা উদ্বাস্তু।
কুতুব পালং শাহপরীর দ্বীপ বালুখালির
উদ্বাস্তু শিবিরে, একটি শিশু অবাক বিস্ময়ে
তাকিয়ে আছে,মায়ের বুক গেছে শুকিয়ে,
হারিয়ে গেছে খেলার সাথী,
ভেসে গেছে জলের বুকে জলোচ্ছাসে
ফুলের হাসি।
হায়, কাঁদছে মানবতা,
কোথায় আলফ্রেড,শুনতে পাচ্ছ কি
মানবতার কান্না,
তোমার নামের প্রহসনের
খেলায় মেতেছে ওরা,
মানবতার নামে দিয়েছ যারে
শান্তি পরস্কার,
তারই হাতে প্রতিদিন রক্তাক্ত হচ্ছে
শান্তির পতাকা,খুন হচ্ছে মানবতা
(কবি পরিচিতি : বার্তা সম্পাদক, দৈনিক সংবাদ)