ভিওসি নিউজ ডেক্স
নয়াদিল্লী, ২ সেপ্টেম্বর, ২০২১ স্বাধীনার ৭৫ বর্ষ উদযাপনের আঙ্গ হিসেবে ঔষধী গাছের চাষে উৎসাহীত করার জন্য আয়ুষ মন্ত্রকের আওতায় ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্টস বোর্ড (এনএমপিবি) একটি জাতীয় কর্মসূচির সূচনা করেছে। এর ফলে কৃষকের আয় যেমন বাড়বে একইসঙ্গে দেশে গাছের পরিমাণও বৃদ্ধি পাবে। এই কর্মসূচির আওতায় আগামী এক বছরে ৭৫ হাজার হেক্টর জমিতে ঔষধী গাছের চাষ করা হবে। উত্তরপ্রদেশের সাহারানপুর এবং মহারাষ্ট্রের পুনায় এই কর্মসূচির সূচনা হয়েছে।
এই জন্য পুনেতে কৃষকদের ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে, যারা ইতিমধ্যে ঔষধী গাছের চাষ শুরু করেছেন তাঁদের সম্বর্ধনা জানানো হয়। বিভিন্ন প্রান্তে এই উপলক্ষ্যে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমেদ নগরের পারনারের বিধায়ক নিলেশ লঙ্কে, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানী মেডিসিনের মহা নির্দেশক ডাঃ আসিম আলি খান, এনএমপিবি-র উপমুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডাঃ চন্দ্রশেখর সানওয়াল এই সমস্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে ইতোমধ্যে ৭৫ জন কৃষককে মোট ৭ হাজার ৫০০টি ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে, এর আওতায় মোট ৭৫ হাজার গাছের চারা বিতরণ করার সরকারি পরিকল্পনা রয়েছে বলে ডা: চন্দ্রশেখর সানোয়াল জানিয়েছেন ।
উত্তরপ্রদেশে সাহারানপুরে রাজ্য সরকারের আয়ুষ বিভাগের প্রতিমন্ত্রী ধরম সিং সাইনি, এনএমপিবি-র গবেষক আধিকারিক সুনীল দত্ত এবং আয়ুষ মন্ত্রকের অন্যান্য আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যেসব কৃষক ঔষধী গাছের চাষ করেন তাঁদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি ১৫০ জন কৃষককে বিনামূল্যে ঔষধী গাছের চারা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পারিজাত, বেল, নিম, অশ্বগন্ধা ও জাম। এছাড়াও কৃষকদের আলাদাভাবে সারে ৭০০ জাম গাছের চারা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল বলেন, দেশে ঔষধী গাছ চাষের বিপুল সম্ভাবনা রয়েছে। কৃষকরা এখান থেকে যথেষ্ঠ আয় করতে পারবেন। আত্মনির্ভর ওষুধ শিল্পে যা সহায়ক হবে। বিগত দেড় বছরে ঔষধী গাছের বাজার ভারতে পাশাপাশি সারা বিশ্বে প্রচুর বিক্রি হচ্ছে। এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে অশ্বগন্ধা বিক্রির নিরিখে ভারত তৃতীয়।