রামপাল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন মোদি-হাসিনা

নিজস্ব প্রতিবেদন

সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা  একসঙ্গে যৌথ ভাবে উদ্বোধন করতে পারেন ১৩২০ মেগাওয়াট সম্পন্ন সর্ববৃহৎ মৈত্রী সুপার থার্মাল পাওয়ার স্টেশনটি।

কেন্দ্রটি ৪০০ কেভি জিআইএস সুইচইয়ার্ড এবং ইন্টারকানেক্টিং ট্রান্সফরমারের মাধ্যমে, পায়রা বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশের ২৩০ কেভি গ্রিড সিস্টেমে ৪০০ কেভি বিদ্যুৎ সরবরাহ করছে। যা বাংলাদেশের পাওয়ার গ্রিড করপোরেশন খুলনার দিকে অতিরিক্ত বিদ্যুৎ দিয়ে গ্রীষ্মের সর্বোচ্চ চাহিদা মেটাতে সক্ষম। মৈত্রী প্ল্যান্ট সাব-স্টেশনে ৪০০ কেভি জিআইএস সুইচইয়ার্ড এবং ইন্টারকানেক্টিং ট্রান্সফরমারটি মঙ্গলবার সক্রিয় করা হয়েছিল। এতে ধীরে ধীরে চাহিদা অনুসারে বিদ্যুৎ প্রবাহ চালু হবে।

জানা গেছে, ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক ওই স্টেশনটি স্থাপন করছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড,। বিদ্যুৎ প্রকল্পটিতে প্রায় ১৫০ কোটি টাকা খরচ হয়েছে।

বাংলাদেশ ভারতের অন্যতম বন্ধু দেশ, তাই শেখ হাসিনার এই ভার‍ত সফরকে  গুরুত্ব দিচ্ছে মোদী সরকার। জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫-৭সেপ্টেম্বরের মধ্যে যে কোনো সময় ভারত সফর করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী দুই থেকে তিন দিন  ভারতে অবস্থান করবেন এবং তাঁর সফরকালিন  সময়েই এই মৈত্রী পাওয়ার স্টেশনটির উদ্বোধন হতে পারে সূত্র জানায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পৌঁছানোর আগে, ভারত কলকাতা-চট্টগ্রাম-মংলা বন্দরের মধ্যে ট্রায়াল রান বাংলাদেশ বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করবে। জানা গেছে আগস্টের ৬তারিখ ১৬টন লোহার পাইপ নিয়ে তামাবিল-দ্বাকি সীমান্ত পয়েন্ট ব্যবহার করে মেঘালয়ের উদ্দেশ্যে যাবে।

এ ব্যাপারে  বাংলাদেশ উপ-হাইকমিশনের কাউন্সিলার  (কনস্যুলেট) মো:বশির  উদ্দিন-র সাথে যোগাযোগ করাহলে তিনিও  চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে  প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ভারত সফরের সম্ভাবনার কথা বলেছেন।