প্রণব ভট্রাচার্য্য

কলকাতা, ২৭ অক্টোবর ২০২৩: ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (আইসিসি )-র বহুল প্রতীক্ষিত বার্ষিক অধিবেশন এবং বার্ষিক সাধারণ সভা  (এজিএম) অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর। শনিবার কলকাতায় আইসিসি-র পক্ষথেকে প্রেসরিলিজ জারী করে এই তথ্য জানানো হয়। হোটেল  তাজ বেঙ্গল কলকাতায় অনুষ্ঠিতব্য এই বার্ষিক সাধারণ সভায় সামিল হবে ভারত-র বিশিষ্ট ব্যবসায়িক নেতা ও শিল্পপতিরা। এদিন বার্ষিক সাধারণ  সভা ও এজিএম-এ বিশিষ্ট ব্যক্তিত্বদের সমন্বয়ে  একটি দুর্দান্ত   আলোচনা অনুষ্ঠান, তারকা-খচিত সেশন এবং চিত্তাকর্ষক সঙ্গীত পরিবেশনার আয়োজন থকবে।

ইভেন্টটি সংযুক্ত আরব আমিরাতের মেডেন ফ্রি জোনে একটি উপস্থাপনা সমন্বিত একটি ব্যবসায়িক অধিবেশনের মাধ্যমে শুরু হবে। এই সেশনটি  (ইউএই)-র  বিশ্বের অন্যতম গতিশীল ব্যবসায়িক কেন্দ্রে সুযোগ এবং সম্ভাব্য অংশীদারিত্বের অমূল্য অন্তর্দৃষ্টি প্রদান করবে।

এ বারের বার্ষিক অধিবেশনের একটি হাইলাইট হবে  ‘পারিবারিক ব্যবসা ও পরিবর্তনের অধিবেশন।’  এইচ এম বাঙ্গুর, শ্রী সিমেন্টস লিমিটেডের চেয়ারম্যান সহ অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান শ্রী হর্ষবর্ধন নেওটিয়া,  পাহাড়পুর কুলিং টাওয়ারস লিমিটেডের কো-চেয়ারম্যান ও এমডি শ্রী গৌরব স্বরূপ;  রুদ্র চ্যাটার্জি, চেয়ারম্যা  OBEETEE  ও এমডি লক্ষ্মি  টি প্রাইভেট   লিমিটেড,  জনাব মেহুল মোহাঙ্কা, ICC-এর প্রেসিডেন্ট এবং  প্রণব সায়তা, EY-এর সিনিয়র পার্টনার প্রমুখ বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি-রা  পারিবারিক ব্যবসা পরিচালনা এবং পরিবর্তনের ক্ষেত্রে  তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা শেয়ার করবেন। এতে করে উদ্যোক্তাদের মাঝে সংশ্লিষ্ট  গুরুত্বপূর্ণ দিকটির উপর যাতে করে  অনন্য দৃষ্টিভঙ্গি  প্রতিফলন ঘটতে পারে।

এ ছাড়াও আইসিসি ইভেন্টের লোভনীয়তা হলো, পদ্মভূষণ এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন  পিভি সিন্ধু, বিশিষ্ট গায়ক এবং অভিনেতা তারা সুতারিয়া র মত ব্যক্তিত্বদের একটি বিশেষ অধিবেশন উপস্থাপন করতে পেরে আইসিসি-র ব্যবস্থাপকরা আনন্দিত।  কেননা, এই সেশনটি খেলাধুলা, বিনোদন এবং অনুপ্রেরণার একটি অসাধারণ মিশ্রণের  প্রতিশ্রুতি ব্যক্ত করে।

সন্ধ্যার সমাপ্তি ঘটবে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ-এর একটি জমকালো মিউজিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে।   তারা আনিন্দ্য পা্রমেন্সের জন্য ইতোপূর্বে দেশে তথা বিশ্বব্যাপী শ্রোতাদের  মুগ্ধ করে জনপ্রিয়তার শীর্ষে আছেন।

আইসিস-র  প্রেসিডেন্ট,  জনাব মেহুল মোহাঙ্কা, আসন্ন এজিএম সম্পর্কে তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন: “ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সে-র বার্ষিক অধিবেশন এবং এজিএম সর্বদা ব্যবসায়িক সংযোগ বৃদ্ধি, অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়া এবং উদ্যোক্তার চেতনা বিকাশের একটি প্ল্যাটফর্ম।  বিশেষ করে এ বছর, আমাদের কাছে স্পিকার এবং সেশনের  অসাধারণ লাইনআপ রয়েছে, যা একটি দিনে পুরো অনুষ্ঠানকে আলোকিত এবং বিনোদন দিয়ে ভরিয়ে দেবে”।

S-4/33