নিজস্ব প্রতিবেদন
বুধবার রাজ্য মন্ত্রীসভায় রদবদল করা হলো। সেই সূত্রে মন্ত্রী হিসেবে রাজভবনে শপথ নিয়েছেন মোট ৯ জন। তারমধ্যে ৮ জন-ই নতুন মুখ। মোট ৯ জনের মধ্যে পূর্ণমন্ত্রী হলেন ৫ জন। তিন দফায় শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ ও স্নেহাশিষ চক্রবর্তী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা ও বিপ্লব রায়চৈৌধুরী। আর প্রতিমন্ত্রী হলেন তাজমুল হোসেন ও সত্যজিৎ বর্মণ। এরমধ্যে বীরবাহা হাঁসদা ছাড়া, বাকি ৮ জন-ই নতুন মুখ।
প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর সোমবার মন্ত্রী সভার রদবদল করার ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণা অনুযায়ী বুধবার মমতা বন্দোপাধ্যায় মন্ত্রীসভা পূনার্গঠন করলেন।মমতা বন্দোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার ব্যাপক রদবদল করলেও বুধবার তিনি নতুন বা পরিবর্তন হওয়া মন্ত্রীদের পোর্টফলিও (দপ্তর বন্টন) করেছেন।
নতুন মন্ত্রী সভার দায়িত্ব বন্টন করা হয়েছে। পূর্ণ ও প্রতিও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত হলেন :-
মমতা বন্দোপাধ্যায় : মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, ভূমি ও ভূমিসংস্কার, শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন, তথ্য ও সংস্কৃতি, পরিকল্পনা ও পরিসংখ্যান বিষয়ক এবং কর্মসূচি নজরদারি।
ডাঃ মানসরঞ্জন ভুঁইয়া: জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন, পরিবেশ, মলয় ঘটক: আইন, বিচারবিভাগীয় এবং শ্রম, অরূপ বিশ্বাস: বিদ্যুৎ, যুবকল্যাণ ও ক্রীড়া, আবাসন, উজ্জ্বল বিশ্বাস: বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি, ফিরহাদ হাকিম: পুর ও নগরোন্নয়ন দপ্তর, শোভনদেব চট্টোপাধ্যায়: কৃষি ও পরিষদীয়, পুলক রায়: জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তর, ডাঃ শশী পাঁজা: নারী, শিশু ও সমাজকল্যাণ, শিল্প, বাণিজ্য ও শিল্পোদ্যোগ এবং শিল্প পুনর্গঠন, বিপ্লব মিত্র: উপভোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী, বেচারাম মান্না: কৃষি ও বিপণন (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, অখিল গিরি: সংশোধনাগার (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), ইন্দ্রনীল সেন: প্রযুক্তি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নতি (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং তথ্য ও সংস্কৃতি, শ্রীকান্ত মাহাতো: উপভোক্তা বিষয়ক পূর্ণ, বিরবাহা হাঁসদা: (প্রতিমন্ত্রী)স্বনির্ভর গোষ্ঠী, স্বনিযুক্তি (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং বন, বাবুল সুপ্রিয়: তথ্য ও প্রযুক্তি, ইলেকট্রনিক্স ও পর্যটন, স্নেহাশিস চক্রবর্তী: পরিবহণ, পার্থ ভৌমিক: কৃষি ও জলপথ, উদয়ন গুহ: উত্তরবঙ্গ উন্নয়ন প্রদীপ মজুমদার: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, বিপ্লব রায়চৌধুরি: মৎস্য (প্রতিমন্ত্রী) (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), তাজমুল হোসেন: (প্রতিমন্ত্রী) ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ সত্যজিৎ বর্মন:( প্রতিমন্ত্রী) স্কুলশিক্ষা দপ্তর।