নিজস্ব প্রতিবেদন

উপরাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন  পশ্চিমবাংলার প্রাক্তন রাজ্যপাল। প্রতিপক্ষ মার্গারেট আলভাকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে উপরাষ্ট্রপতির আসনে জিতলেন জগদীপ ধনকড়।

সংসদের দুইকক্ষ রাজ্যসভা ও লোকসভার সাংসদদের ভোটেই ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন। শনিবার সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ। মোট ভোটদাতার সংখ্যা ৭৮৮। এর মধ্যে ৫৪৩ জন লোকসভার সদস্য ও রাজ্যসভার নির্বাচিত ২৩৩ জন সদস্য এবং রাজ্যসভার মনোনীত মোট ২৪৫  জন  সদস্য।

পরিসংখ্যান বলছে, মোট ভোটের ৭০ শতাংশ পেয়ে জয়ী হয়েছেন জগদীপ ধনকড়। উপরাষ্ট্রপতি পদে জয়ী হওয়ার জন্য প্রয়োজন ছিল ৩৭১টি ভোট। শনিবার সন্ধ্যায় গণনা শেষে দেখা গেছে, জগদীপ ধনকড় পেয়েছেন ৫২৮টি ভোট।

উল্লেখ্য, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার কথা ৭৮৮ জন সাংসদের। বর্তমানে রাজ্যসভায় আটটি আসন খালি। এছাড়াও ঘোষণা অনুযায়ী উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি তৃণমূলের ৩৪ জন সাংসদ। যদিও নিষেধ করা সত্ত্বেও তৃণমূল সাংসদ  শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী ভোট দিয়েছেন। মোট ৭২৫ জন সাংসদ উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন।

ইতিমধ্যেই দেশের নবনির্বাচিত উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিজেপির নেতৃত্বরা।