নিজস্ব প্রতিবেদন 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিযুক্ত হয়েছেন প্রণয় কুমার ভার্মা। তিনি ১৯৯৪ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) অফিসার। শুক্রবার (২৯ জুলাই) কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
আইএফএস অফিসার প্রণয় কুমার ভার্মা এযাবৎ ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, ভিয়েতনামে ভারতের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন ১৯৯৪ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) অফিসার সন্দীপ আর্য।
কেন্দ্রীয় বিদেশমন্ত্রক জানিয়েছে, ১৯৯৪ ব্যাচের আইএফএস অফিসার প্রণয় কুমার ভার্মা, বর্তমানে যিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত, তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে।
১৯৯৪ ব্যাচের আইএফএস অফিসার সন্দীপ আর্য, বর্তমানে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব, তাঁকে ভিয়েতনামে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।

বর্তমানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন প্রণয় কুমার ভার্মা।
ঢাকায় নিযুক্ত বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে যুক্তরাজ্যে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।