এম এ রহিম. বাংলাদেশ থেকে
ভারত ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্য ও সম্পৃতির অংশ হিসাবে আবারও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে ৩০০ মেগাোয়াট বিদ্যুৎ দিয়েছে ভারত।
বাংলাদেশের দুর্দিনে সবসময় পাশে এসে দাঁড়ায় ভারত। বর্তমান সময়কালে বাংলাদেশে বিদ্যুৎ সংকট চলছে। এই পরিস্থিতে ভারত চুয়াডাঙ্গা দিয়ে অতিরিক্ত ৩শ মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছে বাংলাদেশকে। ইতিপূর্বে প্রতিদিন ১০০০ মেগাওয়াট বিদুৎ বাংলাদেশে রফতানি করে ভারত। ইদানিং বাংলাদেশের তীব্র বিদ্যুতের সংকট দেখা দেয়ায় গত শুক্র ও শনিবার ভারত থেকে আ্রও অতিরিক্ত ৩শ মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছে।
প্রয়োজনে পর্যায়ক্রমে বিদ্যুৎতের যোগান আরও বাড়াতে পারে ভারত, এমনটাই জানিয়েছেন চুয়াডাঙ্গা বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ।
বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্স-র পরিচালক মতিয়ার রহমান জানান, দুদেশের মধ্যে রয়েছে বন্ধুত্বের মেলবন্ধন ও সু সম্পর্ক। বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে ভারত বারবারই বাংলাদেশের দুর্দিনে পাশে এসে দাঁড়িয়েছে। এ-সম্পর্ক অটুট থাকবে বলে আশা করেন তিনি মতিয়ার রহমান