এম রহিম, বাংলাদেশ থেকে

সাম্য-সম্প্রীতি  আর সংহতির  নিদর্শনস্বরূপ ভারতের ঐতিহ্যবাহী রাখিবন্ধন উৎসব উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুধবার (১০ আগস্ট) ”রাখিউৎসব উপহার” পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

এদিন   যশোর  ১  শার্শা আসনের  সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের হাতে  ভারতের বনগাঁ পৌরসভার মেয়র গোপালশেঠ নোম্যান্সল্যান্ডে মুখ্যমন্ত্রীর দেয়া  উপহার সামগ্রি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। এই অনুষ্ঠানে দু’দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা ছাড়াও স্থানীয় মানু্যজন উপস্তিত ছিলেন।  এ সময় শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করেন  দু’দেশের প্রতিনিধিরা। ১১ আগস্ট রাখিপূর্ণিমার আগেই সাংসদ শেখ আফিল উদ্দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দেয়া উপহারসামগ্রি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌছে দিবেন বলে এই সংবাদদাতাকে জানিয়েছেন।

কচুরীপাণার  থেকে স্থনীয়ভাবে তৈরী পুরো পরিবেশবান্ধব দেখতে চমৎকার  এই রাখিসহ উপহার মমতা বন্দোপাধ্যায়ের পক্ষথেকে  ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিসহ  বিশ্বের  বিভিন্ন গুরুত্বপূর্ণ বরেণ্য ব্যক্তিবর্গের  কাছে পৌছে দেওয়া হবে বলে জানান বনগাঁও-র মেয়র গোপাল শেঠ।

সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, ভারত ও বাংলাদেশে কৃষ্টি-কালচার, শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি এবং ঐতিহ্যের মিল রয়েছে। বিভিন্নক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের মেল বন্ধনের  নিদর্শন রয়েছে। বন্ধু প্রতিম রাষ্ট্রের প্রতি বাংলাদেশের রয়েছে অগাধ বিশ্বাস ও ভালবাসা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী নেতা। বিভিন্ন দু:সময়ে বাংলাদেশের পাশে ভারত থেকেছে,  এজন্য ভারতীয় নাগরিকসহ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শেখ আফিল উদ্দিন।