এম এ রহিম, বাংলাদেশ থেকে
বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমোদনক্রমে দীর্ঘ ৮ বছর হাজত বাসের পর ভারতের কাশ্মির থেকে ৮জন বাংলাদেশী নাগরিককে আজ সকালে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাদের।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন জানান, মিথ্যা প্রলোভনে দালালের খপ্পড়ে পড়ে ২০১৫ সালে সীমান্ত পারি দিয়ে ভারতে প্রবেশ করেন তারা। অবৈধভাবে ভারতে অবস্থান করায় ভারতীয় পুলিশের হাতে আটক হয় ওই ৮ বাংলদেশী নাগরিক। তাদের ঠাই হয় ভারতীয় জেলে। অবশেষে দীর্ঘ ৮ বছরপর তাদেরকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট তাদেরকে হস্তান্তর করা হয়l
যাদেরকে হস্তান্তর করা হয়েছে তারা হ’লো : নিলফামারি শহীদপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ফজু হোসেন।সুনামগঞ্জের আলাউদ্দিনের ছেলে আশিক শেখ, হবিগঞ্জের টোগর মিয়ার ছেলে আশিক শেখ, কক্সবাজারের সুলতান আহমদের ছেলে আব্দুল হামিদ ও রশিদ আহম্মেদ, ইসমাইল হোসেন. রাশেদ আহম্মেদের ছেলে নুরুল আমিন, আবু তাহেরের ছেলে সোহেল রানা, রামু ক্সবাজারের আলি আহাম্মেদের ছেলে শাফি আলম।
বুধবার রাতে ইমিগ্রেশন পুলিশ বেনাপোল পোট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। তাদেরকে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে বেনাপোল থানা পুলিশ জানায়।