নিজস্ব প্রতিনিধি
কলকাতা : পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন কর্তৃক মেধা তালিকার বাইরে অবৈধভাবে অনেককে নিয়োগপত্র দেয়ার বিরুদ্ধে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরের মেধাতালিকা ভুক্ত হয়েও চাকরি না পাওয়া বঞ্চিত শিক্ষক- শিক্ষিকা পদপ্রার্থীরা তাদের দাবীর সমর্থনে ধর্ণা অব্যাহত রেখেছেন। আন্দোলনের কোন সমাধানসূত্র না মেলায় সেই ধর্ণা বুধবার ( ৯ মার্চ) পর্যন্ত ১৪০ তম দিন অতিবাহিত হচ্ছে। এদিন গান্ধী মূর্তির পাদদেশে চলা সহশিক্ষক পদপ্রার্থীদের ধর্ণা মঞ্চে প্রদেশ ক্ংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সহমর্মিতা ও একাত্মতা প্রকাশ করেন। এ সময় দীর্ঘদিন ধরে ধর্ণায় বসে থাকা বঞ্চিত শিক্ষক- শিক্ষিকা পদপ্রার্থীরা অধীর বাবুকে কাছে পেয়ে অব্যাহত ধর্ণার অবর্ণনীয় কষ্ট, দু:খ ও যন্ত্রণার কথা জানাতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন তারা।
কংগ্রেস নেতা অধীর চৌধুরী মেধা তালিকাভূক্ত শিক্ষক পদপ্রার্থীদের অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্য সরকারে কাছে আবেদন জানিয়েছেন।