এম এ রহিম,বাংলাদেশ থেকে

ভারতের উত্তর প্রদশের অযোধ্যায় শ্রীরাম জন্মভমিতে নির্মিত নতুন রামলীলা মন্দির প্রতিষ্ঠান্তে ভগবান শ্রীশ্রী রামের বাল্যরুপের নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্চে আগামী ২২জানুয়ারী। আনন্দময় মহেন্দ্রক্ষণে উপস্থিত থাকার জন্য বিশ্বব্যাপী আমন্ত্রণ জানানোর অংশ হিসেবে বুধবার বাংলাদেশের ভক্তবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে বেনাপোল দিয়ে সরাসরি আমন্ত্রণপত্র, অক্ষত প্রসাদ ও লিফলেট পৌঁছে দেয়া হয়েছে ভারতের সংশ্লিষ্ট পক্ষ থেকে।

বুধবার দুপুরে বেনাপাল চেকপাষ্টে ভারতের হিন্দু মহাজোটের পক্ষে বাংলাদেশ জাতীয় হিদু মহাজোট নেতাদর কাছে ২শ প্যাকেট প্রসাদ ও আমন্ত্রণলিপি  হস্তান্তর করেন। এসময় উপস্তিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের এমএলএ আশোক কীর্তনীয়া, হিদু মহাজোট বঁনগার নেতা গােবিদ্র ভট্টাচার্য্য, বাংলাদেশ জাতীয় হিদু মহাজোট যশোর শাখার আহবায়ক অমল অধিকারী, ছাত্র মহাজােটর সাধারণ সম্পাদক প্রান্তদাস, জয় দত্ত, সাংবাদিক দেবুল কুমার দাস, তাপস সরকারসহ জোটের অন্যান্য নেতারা। বেনাপোল সীমান্তে এসময় যেন উভয় দেশের নেতাদের আগমন মিলনমেলায় পরিণত হয়ভারতের রাম মন্দিরের প্রসাদ পেয়ে খুশি ভক্তরা। বাংলাদেশ হিদু মহাজোটের সভাপতি এ্যাডভোকেট গাৌরী চন্দ্র প্রামানিকের কাছে এ প্রসাদ লিফলেট এবং আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হবে বলে জানান জোটের নেতারা।

প্রসাদ বিনিময় দু’দেশের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির দৃষ্টান্ত রাখল। উভয় দেশ অসম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাবে এ আহবান জানান হিদু মহাজোটের নেতারা।

বাংলাদেশ জাতীয় হিদু মহাজোটের যশোর শাখার আহবায়ক অমল অধিকারী  বলেন, দীর্ঘ ৫শবছর পর উদ্ভোধন হতে যাচ্ছে রাম মন্দির। এটা হিন্দু জাতির গর্বের দিন। আর এ মন্দিরের প্রসাদ হাতে পেয়ে বাংলাদেশী হিসাবে গর্ববোধ করি। এর ফলে দু দেশের মধ্যে বাড়বে সম্প্রীতি।

ভারতের পাঠানো এ প্রসাদ চিটাগাংসহ বিভিন্ন এলাকায় পাঠানো হবে বলে জানান জোট নেতারা।

বাংলাদেশে ৬৪টি জেলায় বাংলাদেশ হিদু মহাজোট কমিটি গঠন করা হয়েছে বলে জানান অমল অধিকারী।