নিজস্ব প্রতিনিধি
কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনে দাঁড়ানোর জন্য ইতোমধ্যে রাজ্যসভার বিরোধী দলের নেতার পদ থেকে ইস্তফা দিলেন মল্লিকার্জুন খাড়গে। ইস্তফা দিয়ে আসন্ন কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ।
‘এক ব্যক্তি, এক পদ’-এর কারণে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। ফলে এখন রাজ্যসভার বিরোধী দলের নেতার পদে স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে রয়েছেন পি চিদম্বরম এবং দিগ্বিজয় সিং। শুক্রবার মল্লিকার্জুন খাড়গে, শশী থারুর এবং কেএন ত্রিপাঠি কংগ্রেসের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন।
জি-২৩-র নেতা পৃথ্বীরাজ চ্যাভন, মণীশ তেওয়ারি এবং ভূপিন্দর হুডা জানিয়েছেন যে, তারা দলের সভাপতি পদের জন্য প্রাথী মল্লিকার্জুন খাড়গেকেই সমর্থন জানাবেন। এদিকে, দিগ্বিজয় সিং, যিনি আগে কংগ্রেসের শীর্ষ পদের জন্য দৌড়ে ছিলেন, তিনি জানিয়ে দিলেন যে, কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। তার বদলে রাজ্যসভার বিরোধী দল নেতার জন্য প্রস্তাবব দিয়েছেন তিনি।
কংগ্রেসের সভাপতি পদ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে কিছু দিন আগে রাজস্থানে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল। অশোক গেহলট সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিতে চেয়েও শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়ে দেন তিনি। কারণ তাঁর শিবিরের বিধায়করা সচিন পাইলটকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে নারাজ।