বিশেষ প্রতিনিধি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরকালে নাগরিক সংবর্ধনা দিতে আগ্রহী এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরাম। সংগঠনের সভাপতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার। কলকাতায় বাংলাদেশ মিশনে এই মর্মে একটি আবেদন পাঠিয়েছেন। তার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখহাসিনার কাছেও চিঠি দেয়া হয়েছে যা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে পৌছানো হয়েছে।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ এবং টেকসই উন্নয়নের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক উন্নয়নের কথা চিঠিতে উল্লেখ করা হয়। বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার ও ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার করায় শেখ হাসিনার সরকারের ভূয়সী প্রশংসা করা হয়। শেখ মুজিুবর রহমান পশ্চিমবঙ্গবাসীর আপনজন ছিলেন মর্মে চিঠিতে উল্লেখ করা হয়। পশ্চিমবঙ্গের মানুষ বরাবরই শেখ হাসিনাকে ভালোবাসেন উল্লেখ করে নাগরিক সংবর্ধনা প্রদানের আগ্রহ জানানো হয়।
এ ব্যাপারে সংগঠনটির দফতর সম্পাদক সাহানারা খাতুন বলেন, ‘বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকদিন পর রাষ্ট্রিয় সফরে ভারতে আসছেন। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তির সময়ে এই সফর নানা কারণে ঐতিহাসিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটা একটা ইতিহাস।’
তিনি আরও বলেন, ‘ভারতবর্ষের মানুষ তখন বাংলাদেশে পাকিস্তানীদের যুদ্ধাপরাধের প্রতিবাদে একজোট হয়েছিল। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দুই কোটির বেশি মানুষ শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন। আমরা তখন যেমনিভাবে ওপারের মানুষের পাশে ছিলাম, এখনও পাশে আছি। শেখ হাসিনা হচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের কন্যা। তিনি সময় দিলে আমরা ভারতের বাঙালিরা ওনাকে নাগরিক সংবর্ধনা জানাতে চাই।’