বাংলাদেশ থেকে গোফরান পলাশ
বাংলাদেশের সর্বদক্ষিনাঞ্চলীয় গুরুত্তপূর্ণ শহর কলাপাড়া ও রাঙ্গাবালিতে শারদীয় দুর্গা পূজার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ সংসদীয় আসনের এমপি অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব।
মঙ্গলবার বিকেলে তিঁনি কুয়াকাটায় শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন। এছাড়া রাতে কলাপাড়া পৌরশহরের জগন্নাথ আখড়া বাড়ী পূজা মন্ডপ, চিংগড়িয়া সার্বজনীন দূর্গা মন্দির সহ একাধিক পূজা মন্দির পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে উপজেলা প্রশাসন সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পূজামন্ডপ পরিদর্শন কালে অধ্যক্ষ মহিব দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে হিন্দুসম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করেছেন। তাই আওয়ামীলীগ সরকার আমলে দেশের সকল ধর্ম ও, বর্ণের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে যার যার ধর্মীয় আচার, অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করছে। দেশের মানুষ আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জামাত-বিএনপি-র সকল ষড়যন্ত্রকে রুখে দিতে বদ্ধ পরিকর।
এর আগে সোমবার রাতে তিঁনি রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে রাঙ্গাবালী উপজেলা প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় এবছর ১৭টি পূজা মন্ডপে এবং রাঙ্গাবালী উপজেলায় ৬টি পূজা মন্ডপে উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসব পালনে প্রতিটি মন্ডপের জন্য সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি করে চাল সহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের কর্মকর্তা মো: হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে স্থানীয় সাংসদ তাঁর ব্যক্তিগত বিশেষ বরাদ্দ থেকে স্থানীয় সরকারপ্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সামাজিক উন্নয়ন প্রকল্পের অধীনে তাঁর নির্বাচনী এলাকার মদন মোহন সেবাশ্রম, বাদুরতলি সার্বজনীন দূর্গা মন্দির, চিংগড়িয়া সার্বজনীন দূর্গা মন্দির, জগন্নাথ আখড়াবাড়ী মন্দির, মহিপুর সার্বজনীন দূর্গা ও কালি মন্দির, মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দির, কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও উত্তর পশ্চিম চালিতাবুনিয়া সার্বজনিন কালিমন্দির উন্নয়নে তিন লক্ষ টাকা করে মোট চব্বিশ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কলাপাড়া উপজেলা প্রকৌশলী মো: মহর আলী এ্ই তথ্য নিশ্চিত করেছেন।
এমপি মহিব্বুর রহমান মহিব মন্দির পরিদর্শনকালিন সফরসঙ্গী সাংবাদিক গোফরান পলাশকে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলে থাকেন কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবে না এবং এই ধরণের অপতৎপরতা ঘৃণ্য অপরাধ এবং অভিযুক্তদের কঠোর শাস্তির সন্মুখীন হতে হবে।মহিব্বুর বলেন, আমি প্রধানমন্ত্রীর একজন সৈনিক হিসেবে এই ধরণের কোন ঘটনা পূজামন্দিরে না ঘটতে পারে তা প্রশাসনকে নিয়ে কঠোরভাবে তদারকি করেছি। আমার সংসদীয় এলাকার সব মন্দিরে গিয়ে নিবিড়ভাবে পরদর্শন করেছি। আরতি ও অন্যান্য কর্মসূচীতে শরীক হয়েছি।এ সময় সরকারের পাশাপাশি আমার ব্যক্তিগত তহবিল থেকে যতটুকু পেরেছি মন্দিরগুলোর জন্য আর্থিক সহায়তা করেছি। তবে আমার সংসদীয় এলাকার সমস্ত ধর্মের মানুষ বরাবর সম্প্রতির বন্ধনে আবদ্ধ থাকে। এখানে ধর্ম যার-যার উৎসব সবার, এমন সহবস্থানের মৌলিক সংস্কৃতিকেই প্রাধান্য দিয়ে থাকে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রি্স্টান নির্বশেষে। সম্প্রদায়গত উৎসব মওসুমের এমন চিত্র দেখে আমরা গর্ববোধ করি।
এমপি মহিববুর পূজার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রশান ও সাধারণ প্রশাসনকে তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।