দিব্যেন্দু গোস্বামী, বীরভূম থেকে
রেললাইনে কাজ চলার কারণে সিউড়ি-হাওড়া লাইনে কয়েক জোড়া ট্রেন বাতিল করা হল। বাতিল হওয়াট্রেনের মধ্যে ময়ূরাক্ষী এক্সপ্রেস হলো গুরুত্বপূর্ণ ট্রেন। এর পাশাপাশি হাওড়া থেকে সিউড়ির উপর দিয়ে যাওয়া আরও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
এই সকল ট্রেন আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে রেল সূত্র জানিয়েছে। একটা দীর্ঘ সময় ধরে এই সকল ট্রেন বন্ধ থাকায় স্বাভাবিক ভাবেই চরম সমস্যা আর ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রী থেকে ব্যবসায়ীরা। যদিও সিউড়ি শিয়ালদহ ট্রেনটি প্রতিদিন চলবে বলেই জানা যাচ্ছে। মোট ১৮টি ট্রেন বাতিল থাকছে। পানাগরের কাছে তৃতীয় লাইনের কাজ চলার জন্য এই সকল বাতিল থাকছে শুথ্র জানায়।