বীরভূম প্রতিনিধি
বীরভূমের মহম্মদ বাজার ব্লকের বিভিন্ন জায়গা থেকে মঙ্গলবার বীরভূম জেলা শাসক দপ্তরে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। তারা এই ডেপুটেশন জমা দেন মূলত আদিবাসী অধ্যুষিত স্কুলগুলিতে অলচিকি ভাষায় পঠন পাঠন শুরু করার দাবিতে। তাদের দাবি, তাদের ছেলেমেয়েরা বাংলা ভাষায় পড়াশোনা করার ক্ষেত্রে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে।
বাংলা ভাষায় তারা বুঝতে পারছে না পড়াশোনা। এরই পরিপ্রেক্ষিতে তারা জেলাশাসক দপ্তরে এই ডেপুটেশন জমা দেন। বীরভূমে এখনো পর্যন্ত নটি স্কুলে অলচিকি ভাষায় পঠন-পাঠনের ব্যবস্থা রয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু আদিবাসী অধ্যুষিত এলাকায় পড়ুয়াদের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে সবাই এই অলচিকি ভাষায় পঠন-পাঠনের সুবিধা পাচ্ছে না। প্রশাসনিকভাবে যাতে দ্রুত এই অলচিকি ভাষায় পঠন-পাঠনের ব্যবস্থা করা হয় তারই দাবি তুললেন আদিবাসী মানুষেরা।