নিজস্ব প্রতিবেদন

ঝড়ের কারণে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ২টি ট্রলারসহ  নিখোঁজ হয়  ৮৮ জন বাংলাদেশি জেলে।পরে  তাদের ভারতীয় সিমানায় পাওয়া যায়। উদ্ধারের পর এবার তৎপরতার সঙ্গে তাদের বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

কলকাতা উপ-হাইকমিশনের প্রেস সেক্রেটারী রঞ্জন সেন জানান, আগামী সোমবার (২৯ আগস্ট) উদ্ধার হওয়া দুটি বাংলাদেশি ট্রলারসহ ভারতের ত্রাণ শিবিরে থাকা এই ৮৮ জেলেকে দেশে পাঠানো হবে। সুন্দরবনের ভারতীয় অংশে ভারত-বাংলাদেশ সীমান্তের কালিন্দী নদীর জিরো পয়েন্টে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে প্রত্যাবাসন প্রক্রিয়াটি সম্পন্ন হবে বলে জানিয়েছে রঞ্জন। এর আগে প্রথম দফায় ফেরানো হয় ৩৪ জন জেলেকে।

গত ১৭ আগস্ট থেকে ১৯ আগস্ট বাংলাদেশী তিন দিনের বৈরীআবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে শতাধিক বাংলাদেশি মৎস্যজীবীদের ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। ঝড়ের কবলে গভীর সমুদ্রে নিখোঁজ হয় প্রায় ১৯৪ জন বাংলাদেশি জেলে।

এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় এক বাংলাদেশি জেলের মৃত্যু হয়েছে। ৪৭ বছর বয়সী ইউনিস গাজী পটুয়াখালী জেলার কুয়াকাটার মৈপুর থানার অধীন বিপিনপুর গ্রামের বাসিন্দা