এম এ রহিম, বাংলাদেশ থেকে
রবিন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্জ অধ্যাপক ড. পবিত্র সরকার বলেন, ১৫ আগস্টে জাতীর জনকের কন্যাকে হত্যার চেস্টা করা হয়। তাঁর পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান না থাকলে আজ বাংলাদেশর সৃষ্টি হতো না, বঙ্গবন্ধুর জন্যই বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁঁচু করে দাঁড়িয়ে আছে। বেনাপোলে যশোর রোড ৭১-র উদোগে দু’বাংলার কবি সাহিত্যিক ও গবেষকদের নিয়ে “বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।
বেনাপোল পৌরসভার অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় উপস্তিত ছিলেন বাংলাদেশ ও ভারতের প্রখ্যাক কবি ও সাহিত্যিকরা। অনুষ্ঠানে র শুরুতে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিস্ট ইতিহাসবিদ অধাপক সৈয়দ আনোয়ার হোসেন ও পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের উচ্চশিক্ষা পর্ষদের ভূতপূর্ব প্রধান ও রবিন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্জ অধ্যাপক ড. প্রবিত্র সরকার। অনুষ্ঠানে বেনাপোল পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ড.শওকাত আরা হোসেন, দাড়কাক সম্পাদক কবি সজীব পুরোহিত, ফিটস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা প্রমুখ।
সৈয়েদ আনোয়ার হোসেন বলেন, যশোর রোড ৭১ নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বই প্রকাশ করার দরকার, যাতে ভবিষ্যত প্রজন্ম যশোর রোড ৭১ মুক্তিযুদ্ধের সড়কের ইতিহাস ঐতিহ্য জানতে পারবে৭১ পুর্ব ও পরবর্তী সময়ে যশোর সড়ক নিয়ে তৈরি হয়েছে নানান ঘটনা, মুক্তিযুদ্ধের সময় ভীত সন্ত্রস্ত নিগৃহীত ঘরছাড়া শরনার্থীরা এ পথ দিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্রবেশ করেন, এ সময় মিত্রবাহিনী পদাতিক সৈন্য, সমরাস্ত্র জোগানে বিশেষ ভুমিকা রেখে যশোর রোড ঠাঁই করে নিয়েছে ইতিহাসের পাতায়, স্বয়ং বঙ্গবন্ধু অনেক বার ট্রেন যোগে এ পথে বাংলাদেশ ভারত আসা যাওয়া করেন, নেতাজি স্বামী বিবেকানন্দ এ পথ দিয়েই যশোর গিয়ে ছিলেন এবং দেশে ফেরেন । এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী প্রনব মুখার্জি, মাইকেল মধুসূদন দত্ত, বিশ্ব বরেন্য শিল্পীএস এম সুলতান মাস্টার দা সুর্যসেন, প্রীতিলতা সেন, যশোর রোডের শ্রষ্ঠা কালিবাবু, সেতার বাদক উদয় শংকর রবি শংকর প্রেসিডেন্ট এরশাদ, জেনারেল জিয়াউর রহমান খালেদা জিয়া ও শেখ হাসিনা সহ পীর আওলিয়াগণ। ইতিহাসে নানা দিকে বিখ্যাত দু’দেশের বরেণ্যে ব্যাক্তিরা যশোর রোড ব্যবহার করেছেন বারবার।
ব্রিটিশ পুর্ববাংলার রাজধানী খ্যাত ঐতিহাসিক বৃহত্তর যশোর রোড একাত্তর কে নিয়ে বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক বাংলাদেশ শির্ষক আলোচনা সভা উজ্বিবীত হয়ে দেশপ্রেমী নাগরিকেরা।সাবেক পৌরসভার চেয়াম্যান, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং যশোর রোড ৭১-র আহ্বায়ক আসরাফুল আলম লিটন বলেন , মুক্তি যুদ্ধ যশোর বেনাপোল রোড ক্যাম্পেইনের সংগঠনের ভিসন-মিশন, আদর্শ-উদ্দেশ্য সংক্ষেপে বর্ণনা করেন। সভার প্রান্তিক বক্তব্যে লিটন বলেন, দু’বাংলার কালজয়ী মানুষ গুলোর চেতনা বুকে ধারণ করে আমাদের আগামী প্রজন্মকে দীক্ষিত করতে হবে।
‘বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশ’- শির্ষক আলোচনা সভাটি প্রাণবন্ত ও আশাপ্রদ হওয়ায় আসরাফুল আলম লিটন দু’বাংলার আতিথি, উপস্থিত জেলা ও বেনাপোলের উপস্থিত সুধীবৃন্দের প্রতি ধন্যবাদ জানান। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি শ্রাবণী সুর ও কবি ইমদাদুল হক বকুল।