বিপুল দাস
হাওড়ার শালিমার স্টেশন থেকে শুক্রবার দুপুরে ছেড়ে করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি চেন্নাই যাচ্ছিল। ট্রেনটি ওডিশার বালেশ্বর থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে পৌছলে রাত পৌনে ন’টার দিকে ট্রেনটি একটি মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করমণ্ডল এক্সপ্রেসের ১৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এই অভিঘাতে বহু যাত্রী আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে খবর। স্থানীয় সূত্রে সূত্রে অর্শধতাধিক মৃত্যর কথা বলা হলেও হতাহতের সংখ্যা আনেক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ট্রেনটির ২০ বগির মধ্যে ১৮টি বগী লাইচ্যুত হয়ে ভেঙ্গে পড়ে। রাতে এই দুর্ঘটনার কারণে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমান অনুমান করা সম্ভব হচ্ছেনা তবে এলকার লোকজন জানিয়েছেন বহু যাত্রী বগীগুলোতে আটকে আছে, আটকে থাকা যাত্রীদের আর্তচিৎকার শুনা যাচ্ছে। তবে স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধারকাজে নামায় পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গিয়েছে। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এ পর্যন্ত উদ্ধার হওয়া আহতদের মধ্যে বেশীর ভাগের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা অনেক বৃদ্ধি পেতে পারে।
দক্ষিণ রেলওয়ের মুখ্য জনসংযোগ কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। বেশ কয়েকটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে। তিনি বলেন এই মূহূর্তে কি পরিমান আহত বা মৃত তা জানানো সম্ভব নয়। উদ্ধরা কাজ শেষ না হওয়া পর্যন্ত কোন তথ্য দেয়া সম্ভব হবেনা।