প্রণব ভট্রাচার্য্য

আগরতলা, ১০ জুন : শনিবার ত্রিপুরা  জার্নালিস্টস ইউনিয়নের রাজ্য কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে। আগরতলা প্রেসক্লাবে  বেলা সাড়ে এগারোটায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্য ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে অল ইন্ডিয়া জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি গীতার্থ পাঠক, সেক্রেটারি জেনারেল তথা বিশ্ব সংস্থার সহ-সভাপতি সাবিনা ইন্দরজিৎ, সাধারণ সম্পাদক প্রণব সরকার এবং আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমূখ উপস্থিত ছিলেন।  পৌরহিত্য করেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সহ-সভাপতি অলক ঘোষ।প্রকাশ্য সমাবেশের পর দ্বিতীয় অধিবেশনে সম্পাদক প্রণব সরকার, সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। পরে  উপস্থিত সদস্যবৃন্দের পক্ষে অনুপম ভট্টাচার্য, তাজুল ইসলাম, দীপঙ্কর দেব, চিত্রা রায়, রতন দেব প্রমূখ প্রতিবেদনের উপর আলোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে প্রস্তাব রাখেন।  অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সন্তোষ গোপ। অনুষ্ঠান পরিচালনায করেন  শেষাদ্রি দাসগুপ্তা এবং সুপ্রভাত দেবনাথ।

সম্মেলনের তৃতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২০২৩-২৫ বছরের জন্য ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের ২৩ সদস্য বিশিষ্ট রাজ্য কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে উপদেষ্টা সৈয়দ সাজ্জাদ আলী, সভাপতি প্রণব সরকার, সহ-সভাপতি চিত্রা রায়, জামাল উদ্দিন, স্নেহাশীষ চক্রবর্তী; সাধারণ সম্পাদক অলক ঘোষ, প্রোগ্রাম ও অর্গানাইজেশন সেক্রেটারি সন্তোষ গোপ, যুগ্ম-সম্পাদক অভিষেক দে ও রঞ্জন রায়, কোষাধ্যক্ষ শ্যামল দে, কার্যকরী সদস্য:  সুরজিৎ পাল সুপ্রভাত দেবনাথ, সন্দীপ বিশ্বাস, অভিষেক সাহা, শেষাদ্রি দাসগুপ্তা, ইন্দ্রানী দে, চিন্ময় চৌধুরী, সমরেশ দে, কান্তি বর্ধন, জহর রায়, অভিজিৎ নাথ, মৃণাল বনিক, চন্দনা ভদ্র,  মাহবুব আলম। জেলা থেকে কো-অপ্ট মেম্বার হলেন: বুদ্ধ ভট্টাচার্য, বন্ধন দাস, উদয়ন চৌধুরী, গোপেশ রায়, সুজিত সাহা ও সুজাতা পাল সাহা।

সূত্রঃ ত্রিপুরা  জার্নালিস্টস ইউনিয়নের প্রেসরিলিজ।