এম এ রহিম,  বাংলাদেশ থেকে

ভারতীয় পেঁয়াজ বাজারে সয়লাব। গত ৫ দিনের ব্যাবধানে প্রতি কেজি দাম কমেছে ৫০ টাকা। পেঁয়াজের আমদানি বাড়ায় বাজার স্বস্তি ফিরেছে  অনক।

সরকারি সূত্র জানায়, আজ (রবিবার )  ভোমরা বন্দর দিয়ে  ১১৯ ট্রাক,  হিলি বন্দর দিয়ে ৪৯ট্রাক ও সোনামসজিদ বন্দর দিয়ে  ১৪২ ট্রাক ও বেনাপোলে ৭ ট্রাক, এই নিয়ে একদিনে ৭হাজার ৯শ ২৫ টন পেঁয়াজ রফতানি হয় বাংলাদেশে। এর আগে বেনাপোল স্থল বন্দর দিয়ে  ৩২৫মেঃ টন পেঁয়াজ আমদানি হয়েছে।  এই নিয়ে গত ৫ দিনে প্রায় ৮ হাজার মেট্রিকটন ভরতীয় পেঁয়াজ ঢোকে বাংলাদেশ। দেদার আমদানির ফলে পণ্যটির  দাম বাজারে  কমেছে কেজি প্রতি ৫০টাকা।  বর্তমানে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫/৪০টাকায়।  এর আগে বাজারগুলোতে পেঁয়াজের দাম ছিল ৯ থেকে ১০০টাকা।

ভারত থেকে দীর্ঘ কয়েকমাস  পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর গত ৫ জুন  থেকে ফের ভারতীয়  পেঁয়াজ আমদানি শুরু হয়।  এসব আমদানি করা পেঁয়াজ যাচ্ছে ঢাকা-খুলনাসহ দেশের বিভিন্ন জেলায়।

সংশ্লিষ্ট ব্যবসার সাথে জড়িত আরমান আলী ও আমদানিকারক মিন্নু হোসেন  জানায়  ২০ থেকে ২২ টাকা কেজি দরে আমদানি করা হচ্ছে পেঁয়াজ। সরবরাহ ও আমদানি বাড়লে দাম ২৫ থেকে ৩০ টাকার মধ্যে চলে আসবে বলে জানান তারা।

বেনাপোল বন্দর পরিচালক ভারপ্রাপ্ত আব্দুল জলিল জানান, ভারত থেকে  প্রতিদিন পেঁয়াজ আমদানি বাড়ায় স্থানীয় বাজারে  দাম কমছে । কোরবানির আগে পেয়াজের দাম স্থিতিশীল  থাকবে বলে অভিমত ব্যক্ত করেছেন আব্দুল জলিল।