নিজস্ব প্রতিবেদন
তৃণমূল নেত্রী মমতাj বন্দোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভায় পরিবর্তন আনতে চলেছেনl গত বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী নবান্নে এমন ইঙ্গিত দিয়েছিলেন।
জানা গিয়েছে, এবার মন্ত্রিসভাকে নতুনভাবে সাজানো হতে পারে। এই জন্য রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীর দপ্তর রদবদল করতে পারেন মমতা। মন্ত্রিসভায় যারা আসছেন, তাদের নামের তালিকা শুক্রবার সন্ধ্যায় রাজভবনে পাঠানো হয়েছে এমনটাই সূত্র জানায় ।
পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে দু’দফায় বিপুল টাকা উদ্ধারের ঘটনার পর কড়া অবস্থান নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে পার্থকে। সেইসঙ্গে পার্থ চট্রোপাধ্যায়কে তৃণমূলের পাঁচটি পদ থেকে অপসারিত করা হয়েছে।
সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা হয়েছে।
কোন কোন মন্ত্রীর দপ্তর বদল করা হচ্ছে। কিংবা নতুন কেউ মন্ত্রিসভায় স্থান পাবেন কি না। বেশ কয়েকজন মন্ত্রীর হাতে একাধিক দপ্তর রয়েছে। যাদের হাতে গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে সম্ভাব্য সেই সব কিছু সোমবার নবান্নের বৈঠকে ঘোষণা করা হবে বলে অনুমান কারা হচ্ছে l
নবান্নের অন্দরে শোনা যাচ্ছে একাধিক নতুন মুখ মন্ত্রিসভায় স্থান পেতে পারে। বিধানসভার কাজকর্ম দেখবার ভার পরিষদীয় দপ্তরের। ফলে সেখানেও একজন পূর্ণ মন্ত্রী হবেন বলে সূত্রের খবর।
অন্যদিকে, তৃণমূল সূত্রে খবর ‘মহাসচিব’ পদ তুলে দেওয়া হচ্ছে। এই পদে দীর্ঘদিন ধরে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য কমিটির পদাধিকারীদের আরও দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। পার্টি অফিস থেকেই দল পরিচালিত হবে, এটা স্পষ্ট করে দিয়েছেন নেত্রী ।
দলের অভ্যন্তরেও পরিবর্তন করতে চলেছেন মমতাl এমনকি ২৯ আগস্টের পর তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনেও রদবদল করা হচ্ছে।