এম এ রহিম-বাংলাদেশ থেকে

বাংলাদেশ ও ভারতের মধ্যে সোহার্দ্য সম্প্রীতির অংশ হিসাবে আমদানি রফতানি বানিজ্যে সৃষ্টি হয়েছে মাইল ফলক। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বন্দর ব্যাবহার সহ বিভিন্ন পণ্য বিনিময়ে আন্তরিক উভয় দেশ। এরই ধারাবাহিকতায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৭৫ মে.টন ইমালসন এক্সপ্লোসিভ (ডায়া বিস্ফোরকের চালান এসেছে বাংলাদেশে। চালানটির আমদানি কারক প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড, পার্বতীপুর, দিনাজপুর,বাংলাদেশ। অপরদিকে  ভারতের রফতানিকারক হলেন সেলভো এক্সক্লসিভ এন্ড প্রাইভেট লি:। আমদানিকৃত বিস্ফোরক ও বিস্ফোরক দ্রব্যাদি ভারতীয় ৫টি ট্রাকযেগে ৭৫ মে.টন ইমালসন এক্সপ্লোসিভ (ডায়ার মধ্যে ৩২ এমএম-৭০ মে.টন এবং ৫০এমএম-৫মে.টন) মঙ্গলবার সন্ধায়   বেনাপোল স্থলবন্দরে পৌছিয়াছে।

বেনাপোল স্টণ ফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান ও বন্দর উপ পরিচালক প্রশাসন মনিরুল ইসলাম জানান, Explosives সমূহ পুলিশ প্রহরায় বেনাপোল স্থলবন্দরস্থ ৩১ নং শেডে রাখা হয়েছে। পরবর্তীতে কাস্টমসের পরীক্ষা-নিরীক্ষা, শুল্কায়ন ও আনুসঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে পুলিশ প্রহরায় বেনাপোল হতে যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, নাটোর, বগুড়া, গাইবান্ধা ও রংপুরের মিঠাপুকুর হয়ে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড-এর ম্যাগাজিনে নিয়ে যাওয়া হবে । এই পণ্যটি পাথর ভাঙ্গা কাজে  ব্যাবহার করা হতে পারে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।

বেনাপাল বন্দরের পরিচালক (ট্রাফিক) মনিরুজ্জামান জানান, দিনাজপেরর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কাম্পানি লিমিটড এর পাথর ভাঙ্গার কাজ ব্যবহারর জন্য ভারতর নাগপুর থেকে এই বিস্ফারক দ্রব্য আমদানি করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াত বেনাপোল বন্দর  এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়ছ।