ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট ব্যাঙ্কিং পণ্যের ক্ষেত্রে ডিজিটাল অভিজ্ঞতা এবং বর্ষব্যাপী পরিষেবার সম্প্রসারণ ঘটাবে
পিআইবি
নয়াদিল্লি, : আর্থিক অন্তর্ভুক্তিকে আরও গভীরতাদানের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ১৬ অক্টোবর বেলা ১১টার সময় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটকে জাতির উদ্দেশে উৎস্বর্গ তথা শুরু করবেন। এই অনুষ্ঠান উপলক্ষে সমাবেশে তিনি ভাষণও দেবেন।
২০২২-২৩-এর কেন্দ্রীয় বাজেটের অঙ্গ হিসেবে অর্থমন্ত্রী স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষে ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট স্থাপনের কথা ঘোষণা করেছিলেন। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রত্যেক প্রান্তে যাতে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়া যায় তা সুনিশ্চিত করতে এই ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট গড়ে তোলা হচ্ছে। ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ১২টি বেসরকারি ব্যাঙ্ক এবং ছোট বাণিজ্যিক ব্যাঙ্ক এই প্রয়াসে যোগ দিচ্ছেডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট ইঁট-পাথরে নির্মিত কেন্দ্র যা সেভিংস অ্যাকাউন্ট, ব্যালেন্স-চেক, পাসবুক প্রিন্টিং, ফান্ড ট্রান্সফার এবং ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ, ঋণের জন্য আবেদন, ইস্যু করা চেকের ক্ষেত্রে পেমেন্ট বন্ধ রাখা, ডেবিট ও ক্রেডিট কার্ডের আবেদন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ট্যাক্স পেমেন্ট, বিল পেমেন্ট, নমিনি সহ সাধারণ গ্রাহকদের ডিজিটাল ব্যাঙ্কিং সুবিধা প্রদান করবে।ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট গ্রাহকদেরকে মূল্যসাশ্রয়ী, সুযোগ-সুবিধা এবং সারা বছর ধরে ব্যাঙ্কিং পণ্য এবং পরিষেবার ক্ষেত্রে বৃহত্তর ডিজিটাল পরিষেবার অভিজ্ঞতা প্রদান করবে। ডিজিটাল আর্থিক সাক্ষরতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি গ্রাহকদেরকে সাইবার সুরক্ষা সচেতনতার শিক্ষাদান করবে এই ইউনিট। নির্দিষ্ট সময় ধরে সহযোগিতা প্রদানের পাশাপাশি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট বা বিজনেস ফেসিলিটেটর বা করেসপন্ডেন্টদের মাধ্যমে প্রদেয় পরিষেবার ক্ষেত্রে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির সুযোগ দেবে।