এম এ রহিম.বাংলাদেশ থেকে

বেনাপোল বন্দরে বাংলাদেশী রফতানি পণ্যবাহি  ট্রাকের চাপায় শ্যাম সুন্দর নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভারের  মুত্য হয়েছে। নিহত শ্যাম সন্দর ভারতের মাথুরা কুচিকেলন ইমরালা গ্রারের তেজিরাম সুন্দরের ছেলে। পুলিশ  ঘাতক ট্রাকটি জব্দ করেছে। অভিযুক্ত ট্রাক ড্রাইভারকেও আটক করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া ও প্রত্যাক্ষদর্শিরা জানান.রবিবার সকাল সাড়ে সাতটার দিকে আর-জে ৫২ জি এ-৩৪৮৩ নংধারী ভারতীয় আমদানি ট্রাকের ড্রাইভার শ্যাম সুন্দর, বেনাপোল পোর্ট থানার সামনে ট্রাক রেখে সড়কের পাশে টিস্টলে  চা খেতে যাচ্ছিলেন এমন সময়  বিপরিত  থেকে ছুটে আসা -কুষ্টিয়া ট- ১১-১০৭৪ রফতানি বাহি ট্রাকের নিচে চাপা পড়ে। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শ্যামসুন্দরের  মৃত্য হয় । পুলিশ ও স্থানীয়রা ট্রাক চালক চুয়াডাঙ্গা-আলমপুর হাকিমপুর গ্রামের শিলন হোসেনকে গ্রেফতার করেছে। জব্দ করেছে ট্রাকটিকেও।

তার লাশ ময়না তদন্তের জন্য যশোর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।