এম এ রহিম বাংলাদেশ থেকে.
বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির অংশ হিসাবে বাংলাদেশ বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ)-কে বিজয় দিবসের শুভেচ্ছা জাননানো হয়। মিষ্টি উপহার ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিজিবি।
শুক্রবার সকালে সীমান্তের শূন্যরেখার গেট সংলগ্ন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের বিজিবি কর্মকর্তারা ভারতের ১৪৫ ব্যাটলিয়নের বিএসএফকে এই বর্ণাঢ্য শুভেচ্ছা জানান বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম। এ সময় তিনি ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের কমান্ডার এস আই শ্রী পাওয়ানের হাতে এই উপহার প্যাকেট তুলে দেন। এ সময় বিজয় দিবসের শুভেচ্ছাসহ কুশল বিনিময় করেন উভয় বাহিনীর সদস্যরা। সেখানে বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান,সীমান্তে দায়িত্বরত দুই বাহিনী তাদের মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে বেনাপোল সীমান্তে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতেও একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। াগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে নজরুল ইসলাম জানান।