এম এ রহিম, বাংলাদেশ থেকে
উৎসব আর নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে আগামীকাল ২৬ জানুয়ারি পালিত হবে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা্য় এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানির বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ভাতীয় হাইকমিশন আয়োজিত এই অনুষ্ঠানে বন্ধুপ্রতিম বাংলাদেশের সর্বস্তরেরর সুধী ও গণ্যমান্য ব্যক্তিদের অভ্যর্থনা জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, কূটনীতিক, শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণকে ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারত সরকার ও জনগণের সমর্থন এবং অমূল্য অবদানের কথা স্মরণ করে বলেন, এটি দুই দেশ ও উভয়ের জনগণের মধ্যে চিরন্তন সম্পর্ক স্থাপন করে রেখেছে।’দুই দেশের মধ্যকার অমীমাংসিত ইস্যুগুলোর সমাধানের বিষয়ে আগামিতে দরজা খুলবে বলে আন্তরিক আশা ব্যক্ত করেন স্পিকাবাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তার বক্তব্যে বলেন, ভারতের ৭৫ বছরে যাত্রা দেশ ও জাতিকে এক উচ্চতর আদুনিক মাত্রায় পৌছে দিয়েছে। ভারতের এই ‘যাত্রায় বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ অংশীদার হয়েছে। আমাদের সম্পর্ক যৌথ ইতিহাস, ভূগোল, অভিন্ন ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের। তবে সর্বোপরি আমাদের সম্পর্ক গড়ে উঠেছে একে অন্যের প্রতি সহানুভূতির ভিত্তিতে। এর মূলে নিহিত রয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে যৌথ ত্যাগ স্বীকারের অমূল্য অবদান।’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বিশিষ্ট ব্যাবসায়ি বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, প্রতিবেশী রাষ্ট্রের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানটি মাইলফলক হয়ে থাকবে। দুটি দেশের সাথে রয়েছে মুক্তিযুদ্ধা-শিক্ষা-সাংস্কৃতিক-যোগাযোগ ও ব্যবসায়ের অফুরণ সাফল্যের ইতিহাস। ভারতের অবদান বাংলাদেশী ব্যবসায়িদেরকে অনুপ্রাণিত করে। তবে তিনি বাংলাদেশের নাগরিকদের জন্য পাসপোর্ট যাত্রী যাতায়াত সহজিকরণ, ভিসাজটিলতা সরলিকরণ ও ভিসা প্রদানে দ্রুতকরণ সহ বানিজ্যে কিছু প্রতিবন্ধকতা রয়েছে এগুলোকে দূর করতে পারলে দু’দেশের মধ্যে মানুষ আরো উপকৃ হবে। উপকৃত হবে দুটি দেশ ও জনগণ। প্রজাতন্ত্র দিবসে ব্যবসায়িদের পক্ষে ভারত সরকারকে অভিনন্দন জানান তিনি।