রিপোর্ট ভিওসি
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে এখন্ও ভারতীয় নাগরিকদের কেন ফিরিয়ে আনা হলোনা? নাগরিকদের উদ্ধারকাজে মোদি সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, আজও আমাদের সমস্ত লোকদের আফগানিস্তান থেকে ফেরত আনতে পারলোনা, ভারতীয় নাগরিকদের নিরাপদে উদ্ধার করার আগে সেনা সদ্স্যদের তুলে নিয়ে কেন্দ্রীয় সরকার কি দরণের নৈতিকতা দেখাচ্ছে? কোথায় দাঁড়িয়ে আছো আমরা!’
কেন্দ্রীয় সরকারের সম্পদ নগদীকরণ প্রকল্পের প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, সারাদেশ বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। রেল, পোস্ট অফিস, বিমা, বিমানবন্দর- সব নাকি বিক্রি করে দেবে। দেশের মাটি কখনও বিক্রি হয়। এ মাটি পবিত্র।’
আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেনা প্রত্যাহারের সময় বেঁধে দিয়েছে তালিবান । ৩১ অগাস্টের মধ্যে খালি করে দিতে হবে কাবুল বিমানবন্দর। সেই সময়সীমা মাথায় রেখে উদ্ধারকাজ চালাচ্ছে ভারত। শুক্রবার কেন্দ্র জানিয়েছিল, ৬টি বিমানে করে মাত্র ৫৫০ জনকে কাবুল থেকে আনা হয়েছে ভারতে। এদের মধ্যে ২৬০ জন ভারতীয়। ঠিক কত জন ভারতীয় সেখানে আটকে রয়েছে সেই পরিসংখ্যানটুকুও পর্যন্ত নেই বিদেশ মন্ত্রকের কাছে।
দ্রুত উপনির্বাচন করার জন্য জোর দাবী জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
রাজ্যে কোভিড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকলেও কেন্দ্র বিধানসভার উপ-নির্বাচন করছেনা। মানুষের ভোটাধিকারের কথা মনে করিয়ে নির্বাচন কমিশনের কাছে দ্রুত উপনির্বাচন করার জন্য জোর দাবী জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে ৭ কেন্দ্রে উপনির্বাচন গত চারমাস ধরে বকেয়া রয়েছে।রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় তা শীঘ্র সেরে ফেলতে চায় রাজ্য সরকার। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বার বার আর্জি জানালেও নির্বাচন কমিশন কোন পদক্ষেপ নিচ্ছেনা।এনিয়ে ইতোপূর্বে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন ও কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দরবারও করেছে তৃণমূল নেতৃত্ব।
ইতিমধ্যে কোভিড পরিস্থিতিতে ভোট নিয়ে পাঁচ রাজ্যের রাজনৈতিক দলগুলির মতামত চেয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। তার উত্তর দিতে হবে সোমবারের মধ্যে। এ নিয়ে আজ নবান্নে সে কথা উল্লেখ করে মমতা বলেন, এ ব্যাপারে মমতা বন্দোপাধ্যায় বলেন ‘মানুষের ভোট দেওয়া ও জনপ্রতিনিধি বেছে নেওয়ার অধিকার রয়েছে। কমিশন সমস্ত রাজনৈতিক দলের কাছে মতামত চেয়েছে। ৩০ অগাস্টের মধ্যে জবাব দিতে হবে। আমি মনে করি শিঘ্রই উপ-নির্বাচন করার দিন ও তপশিল ঘোষণা করা উচিত নির্বাচন কমিশনের। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা উচিত নয়। উপনির্বাচন হবে যেখানে সেগুলি ছোট ছোট বিচ্ছিন্ন অঞ্চল। কোভিড সেখানে শক্তিশালী নয়।’
উল্লেখ্য, প্রার্থীদের মৃত্যু হওয়ায় মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামসেরগঞ্জে ভোট হয়নি। এর পাশাপাশি আরও ৫টি কেন্দ্র- দিনহাটা, ভবানীপুর, খড়দহ, শান্তিপুর ও গোসাবায় উপনির্বাচন বকেয়া। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী পরাজিত হওয়ায় ৬ মাসের মধ্যে তাঁকে উপনির্বাচন জিতে আসতে হবে।