কলকাতা, ২৫ জানুয়ারী : বাম-কংগ্রেস জোটে্র সাথে আব্বাস সিদ্দিকির নতুন দল কি জোটবদ্ধ হবে, না অন্য কিছু? এখানকার রাজনৈতিক কারবারীদের কাছে এখন এই প্রশ্নটাই ঘুরে ফিরছে।
কয়েকদিন ধরেই ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকির সাথে বাম নেতাদের একাধিক বৈঠক হওয়ার কথা শুনা গেছে। সিপিএম-এর পলিটব্যুরোর সদস্য মহন্মদ সেলিম বলেছেন, নতুন এই দলের সাথে জোটের কথা ভাবা হচ্ছে। সোমবার (২৫ জানুয়ারী) এব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব মহন্মদ সেলিমম বলেছেন, ‘আব্বাস সিদ্দিকি নতুন দল ঘোষণা করেছেন, আমরা তাদের্ কর্মসূচী পর্যবেক্ষণ করছি। যেহেতু তাঁর দল সেক্যুলার-কে গুরুত্ব দেয়, এই দৃ্ষ্টিকোণ থেকেই আমরা আলাপ-আলোচন করছি। এরই ধারাবহিকতায় গত কয়েকদিন ধরে বাম নেতাদের সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে ফুরফুরা শরিফের পীরজাদার।
গত কয়েক মাস ধরে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে ছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকির নাম। লাগাতার সংখ্যালঘু এলাকায় সভা সমাবেশে আদিবাসী, মতুয়া, দলিত ও মুসলিমদের নিয়ে ফ্রন্ট গঠনের কথা বলে আসছিলেন তিনি। এমনকি ইতোমধ্যে তিনি ইন্ডিয়ান স্যাকুলার ফ্রন্ট (আই এস এফ) নামে নতুন দলের কথা ঘোষনা করেছেন। ওই দিনই কলকাতা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সন্মেলনে আব্বা সিদ্দিকি বলেছেন, ‘ সমস্ত ধর্মনিরেপক্ষ দলের সাথে আমরা কাজ করেতে চাই, এই প্রশ্নে বাম-কংগ্রেস দলের সাথেও আমাদের কাজ করার আগ্রহ রয়েছে।
সংখ্যালঘু মহলে আব্বাস সিদ্দিকির বেশ জনপ্রিয়তা রয়েছ। তাছাড়া তাঁকে ‘ধর্মনিরপেক্ষ’ মনে হওয়ায় জোট নিতে উৎসাহী বাম-কংগ্রেস জোট। বাম-কংগ্রেস দলের চোখ এখন ভোটের অঙ্কে। নেতৃত্বের ভাবনা জোটে নতুন দলকে সামিল করা হলে সংখ্যালঘু ভোট ফিরে আসতে পারে।আর এই ধারণাটিকেই গুরুত্ব দিচ্ছে বাম-কংগ্রেস দল। তবে এই জোটে মিমকে রাখা চলবে না বলে শর্ত দিয়েছে বামেরা। কেননা, হায়দ্রাবাদের দল মিমের বিরুদ্ধে একাধিকবার সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ উঠেছে। সে কারণেই মীম নেতা ওয়াইসি-কে এড়াতে চাইছে বামেরা।
চলতি মাসেই উত্তর ২৪ পরগনায় সিপিএমের জেলা কমিটির বৈঠকে দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছিলেন, ‘আব্বাস সিদ্দিকির রাজনৈতিক কমর্কান্ডের ভিডিও দেখেছি। আব্বাস সিদ্দিকীর বক্তব্যে কখনও কোন বিশেষ ধর্মের কথা বলতে শুনা যায়নি। তিনি নিপীড়িত মানুষের কথাই বলেছেন। উত্তর ভারতে যাকে বহুজন বলা হয়’। সূর্যকান্ত মিশ্রের বক্তব্যে খানিকটা ইঙ্গিতও মিলেছিল তাদেরকে জোটে নেয়ার ব্যাপারে।
এ প্রসঙ্গে মহন্মদ সেলিম সমঝোতার ইঙ্গিত দিয়ে বলেছেন, কাজ করার জন্য তারা কতটা উৎসাহ দেখাবে, তাদেরকে আমরা কতটা মানিয়ে নিতে পারি, এই সব বিষয়গুলোর পর্যলোচনা চলছে। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে বামপন্থীদের সঙ্ঘবদ্ধ হতে হবে। কংগ্রেসের মতো ধর্মনিরপেক্ষ দলতো আছে। শুধু আব্বাস সিদ্দিকিই নয়, এমন সকল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে বামদল আহ্বান জানিয়েছি তাদের জোটে সামিল হতে।