নাজমুল আহসান তুহিন
ব্যুরো অফিস, ইউরোপ: কোভিড মহামারির কারণে মুখ থুবড়ে স্থবির হওয়া ইউরোপের অর্থনীতি এখন কিছুটা ঘুড়ে দাড়াতে শুরু করেছে। ধীরে ধীরে সেখানকার অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা স্ভাবিক হতে চলেছে । ইউরোপের বিভিন্ন দেশ ইতোমধ্যেই 'লক ডাউন' তুলে নিয়েছে বা কোথাও শিথিল করতে শুরু করেছে । ফলে চলতি সপ্তাহ থেকে সেখানকার জীবনযাত্রাও স্বাভাবিক অবস্থায় ফিরছে। ইউরোপের লাখ লাখ মানুষ ঘর থেকে বাইরে বেড়িয়ে কাজকর্ম শুরু করে দিয়েছে।
ইউরোপের অন্যতম দেশ গ্রেটবূটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েইউরোপের মধ্যে সবচেয়ে বেশীসংখ্যক লোকের মূত্যু ঘটেছে। দেশটিতে গত ২৪ ঘন্টায় ৬২৬ জনের মৃত্যু ঘটে। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১২৪১ জন। এছাড়া, একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪৬৪৯ জন । এই পর্যন্ত সর্ব মোট ২১১৩৬৮ জন আক্রান্ত হলেও দেশটির সরকার অথনীতিতে প্রানের সঞ্চার ফিরিয়ে আনার জন্য দেশ থেকে আস্তে আস্তে লক ডাউন তুলে নেয়ার সিদান্ত নিয়েছেন।ইতোমধ্যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। ইতালীতে গত বছরের ৪ মে থেকে লক ডাউন শিথিলের মাধ্যমে দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। দীর্ঘ ২ মাস লকডাউনে থেকে এই মূহুর্তে কিছুটা শিথিল হয়েছে। মানুষ এখন অনেকটা স্বস্তিতে। ইতোমধ্যে কিছু কিছু জরুরী প্রয়োজনীয় খুচরা দোকান ও পাইকারী ব্যবসা প্রতিষ্ঠান এবং কিছু প্রাইভেট অফিস কাচারি খোলার ফলে মানুষের জীবন যাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরছে ।তবে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য রয়েছে কিছু বিধি নিষেধ। নিজ নিজ শহরের মধ্যে চলতে হলেও সামাজিক দুরত্ব বজায় রেখে, মাস্ক ও হ্যান্ড গ্লোবস পরিধান করে বের হওয়া বাধ্যতা মুলক করা হয়েছে। অমাণ্য কারীকে গুণতে হবে মোটা অংকের জরিমানা। ইতোমধ্যে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত ও মূত্যুর হার আশানুরুপভাবে কমে এসেছে। গত ২৪ ঘন্টায় ইতালীতে নতুন করে ১৯ ৪জনের মূত্যু সহ সর্ব মোট মূত্যু হয়েছে ৩০৩৯৫ জন। নতুন করে সুস্থ্য হয়েছে ৪০০৮ জন সহ সর্বমোট ১০৯০৩জন ।নতুন করে ১০৩৪জন আক্রান্ত সহ সর্ব মোট আক্রান্ত হয়েছে ২১৮২৬৮ জন। সব কিছু এ ভাবে ঠিক ঠাক চলতে থাকলে আগামী ১৮ মে তারিখের পর দ্বিতীয় ধাপের লক ডাউন তুলে নেয়া হবে। জুন মাসের ১ তারিখ থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে খুলে দেয়া হবে সকল প্রকার অফিস আদালত ও সকল প্রকার ব্যবসা প্রতিসঠান।
ইউরোপের ভুমধ্যসাগরের তীরবতী দেশ মালটায় আক্রান্ত ও মূত্যুর হার কমে শূন্যের কোঠায় আসাতে গতপরশু বূহস্পতিবার থেকে লক ডাউন তুলে নেয়া হয়েছে, তবে দেশটিতে জনগণের চলাচলের জন্য সামাজিক দুরত্ম বিধি মেনে মাস্ক ব্যবহার বাধ্যতা মূলক করা হয়েছে। কেউ এ আইন অমান্য করলে সরকার ৪হাজার ইঊরো জরিমানা সহ ২ বছরের শাস্তির বিধান করেছে। মালটায় সম্প্রতি ৪৮৯জন আক্রান্ত হয়ে ৫ জন ব্যক্তি মারা গিয়েছে বলে সরকারী ভাবে জানানো হয়।।
গত বুধবার থেকে স্পেনেও লকডাউন কিছুটা শিথিল করা হয়। ফলে ব্যবসা বানিজ্য কিছু কিছু চালু হতে শুরু করেছে। তবে লক ডাউন তুলে ণেয়ার ব্যাপারে জাতীয় সংসদের কংগ্রেসে লকডাউন চালু রাখার ব্যপারে হ্যা আর তুলে নেয়ার ব্যপারে না ভোটাভুটি হয়েছে ।এতে মোট ৩৫০ ভোটের মধ্যে লক ডাউনের পক্ষে ১৭৮ ভোট পড়ে হ্যা জয়জুক্ত হয়। বিপক্ষে পড়ে ৭৫ ভোট এবং ৯৫ জন ভোট দানে বিরত থাকে।এ ভোটের পর দেশটির প্রধান মন্ত্রী লক ডাউনের প্রথম ধাপ তুলে নিয়ে দ্বিতীয় ধাপের লক ডাউন ২৪ মে পর্যন্ত ঘোষণা করেছে। স্পেনে গত ২৪ ঘন্টায় ১৪১০ আক্রান্ত সহ মোট ২২২৮৫৭জন আক্রান্ত এবং১৮১ জন মূত্যু সহ মোট ২৬২৫১ জনের মূত্যু হয়েছে ।
এভাবে ইঊরোপের পর্তুগাল সহ অন্যান্য দেশেও লক ডাঊন আস্তে আস্তে শিথিল করা হচ্ছে।পতুর্গালে লক ডাঊন শিথিল করলেও এক শহর থেকে অন্য শহরে যেতে আরো কড়া কড়ি আরোপ করা হয়েছে। পর্তুগালে গত ২৪ ঘন্টায় ৫৫৩ জণ আক্রান্ত সহ মোট ২৭২৬৮জন আক্রান্ত এবং নতুন ৯জন সহ মোট ১১১৪ জনের মূত্যু হয়েছে।
জার্মানিতে লক ডাঊণ কিছুটা শিথিল করলেও সামাজিক দুরত্ম মেনে চলা সহ মাস্ক ও হ্যান্ড গ্লোবস পরিধান সহ বিভিন্ন বিষয় কড়াকড়ি আরোপ করে আগামী ৫ জুন পরজন্ত জার্মান সরকার লক ডাউনের দ্বিতীয় মেয়াদ এর সময় সীমা বূদ্ধি করেছে ।দেশটিতে গত ২৪ ঘন্টায় ১২৫১ জন আক্রান্ত সহ মোট ১৬৮৫৫১ জন আক্রান্ত এবং ১০৩ জন নতুন মূত্যু সহ মোট ৭৩৬৯ জনের মূত্যু হয়েছে। ইঊরোপের অন্যান্য দেশ ফ্রান্স, তুর্কি, বেলজিয়াম ,নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, আয়ারল্যান্ড,বেলারুশ,ইস্রায়েল,অস্ট্রিয়া, পোল্যান্ড,ডেমার্ক,নরওয়ে,ফিনল্যান্ড সহ ইউরোপের অন্যান্য কম আক্রান্ত দেশ গুলোতেও কড়া কড়ি নিরদেশ থাকলেও জীবন যাত্রা সাভাবিক হতে শুরু করেছে।তবে সবত্রই সামাজিক দুরত্ম বজায় রেখে মুখে মাস্ক ও হাতে হ্যান্ড গ্লোবস পড়ে বাহিরে বের হবার নির্দেশ রয়েছে।সরবত্রই ভীত সন্ত্রসস্ত হয়ে চাপা আতংক নিয়ে ঘর থেকে বাহির হওয়াকে কতটূকূ সাভাবিক জীবন বলে সে প্রশ্নতো রয়েই যায়।