স্টাফ রিপোর্টার

ভারতের আসন্ন  রাষ্ট্রপতি নির্বাচনে  বিরোধী জোটের প্রার্থী হিসেবে  মনোনয়ন পেশ করলেন যশবন্ত সিনহা  ।  সোমবার সংসদে মনোনয় পেশ করেন তিনি। তার মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল সাংসদ অভিষেক বনদোপাধ্যায় ও সৌগত রায় , এনসিপি প্রধান শরদ পাওয়ার, সমাজবাদী প্রধান অখিলেশ যাদব, এনসি প্রধান ফারুক আবদুল্লা, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি প্রমুখ বিরোধী নেতৃত্ব।

প্রসঙ্গত, সোমবারই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থনের কথা জানিয়েছে টিআরএস । ফলে স্বাভাবিকভাবেই বিরোধী শিবিরে ঘুঁটির জোর আরও খানিকটা বাড়ল। খানিক স্বস্তি বিরোধী শিবিরে। আগামী ১৮ জুলাই দেশের রাষ্ট্রপতি নির্বাচন। ফলপ্রকাশ ২১ জুলাই। ২৪ জুলাই রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হতে চলেছে রামনাথ কোবিন্দের।

উল্লেখ্য, বিরোধী প্রার্থী মনোনীত হওয়ার পর সমর্থন চেয়ে শুক্রবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন যশবন্ত সিনহা । যদিও তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়নি। এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং প্রবীণ বিজেপি নেতা এল কে আডবাণীকেও ফোন করেছিলেন তিনি।