বিশে্য প্রতিনিধি

বিজেপির ফড়নবিশ নয়, মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হবেন একনাথ শিন্ডে। বৃহস্পতিবার মুম্বইয়ের রাজ ভবন থেকে এই কথা ঘোষণা করলেন দেবেন্দ্র ফড়নবিশ। সবাই যখন ধরে নিয়েছে ফড়নবিশই হবেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী, আর উপ-মুখ্যমন্ত্রী হবেন একনাথ শিন্ডে, সেই মুহূর্তে ফের এই  নয়া চমক, ফড়নবিশ ঘোষণা করলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনার বিধায়ক একনাথ শিন্ডে। বৃহস্পতিবার সন্ধ্যা  সাড়ে ৭টা নাগাদ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ শিন্ডে। তবে আজ শুধু তিনি একাই শপথ নেবেন।

শিন্ডের মন্ত্রীসভায় থাকছেন না দেবেন্দ্র ফড়নবিশ। রাজভবনের সাংবাদিক বৈঠক থেকে ফড়নবিশ জানান, শিবসেনা বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, “মানুষ চায় শিবসেনা বিজেপির সরকার। বিজেপি শিবসেনার জোট ভোটে জিতেছিল। এমভিএ সরকার রাজ্যের উন্নয়ন করেনি।” হিন্দুত্বের জন্য শিন্ডেকে সমর্থন, জানান ফড়নবীশ।

আস্থা ভোট নিয়ে রায় এল তাঁদের বিপক্ষে। তাই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীত্ব ছাড়লেন উদ্ধব ঠাকরে। বৃহস্পতিবার মহারাষ্ট্রে বিধানসভার আস্থা ভোটে হওয়ার কথা। কিন্তু এই আস্থা ভোট স্থগিত রাখার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শিবসেনা শিবির। রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ার নির্দেশে এই আস্থা ভোট হওয়ার কথা ছিল। যার বিরোধিতা করেছিল উদ্ধব ঠাকরের সরকার।