ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ইংল্যান্ডকে নিয়ে একটা বিতর্ক বড় হয়ে দেখা দিয়েছে। রোটেশন পদ্ধতিতে ক্রিকেটারদের খেলানো। এবং, ফর্মে থাকা ক্রিকেটারদের দেশে পাঠিয়ে দেওয়া। সর্বশেষ ক্রিকেটার যিনি দেশে ফিরে গিয়েছেন, তাঁর নাম মইন আলি। চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টে দু’ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়েছিলেন এই অফস্পিনার। দ্বিতীয় ইনিংসে পাঁচটি ছয়ের সাহায্যে ঝোড়ো ৪৩ রান করে যান। কিন্তু তার পরেই দেশে ফিরে যান মইন।
কিন্তু তাঁর ফেরা নিয়ে নতুন বিতর্ক দেখা দেয়। দ্বিতীয় টেস্টের শেষে ইংল্যান্ড অধিনায়ক জো রুট ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এসে বলেছিলেন, ‘‘দেশে ফিরে যাওয়াটা মইনের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল।’’ যা নিয়ে বিতর্ক দেখা দেয়। জানা যায়, সে দিন রাতেই রুট গিয়ে মইনের কাছে ক্ষমা চেয়ে নেন। পরের দিন সাংবাদিকদের সামনে এসে ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড বলে যান, ‘‘ভুল বোঝাবুঝির জন্য আমরা দুঃখিত। বাকিদের ক্ষেত্রে যা রাস্তা নেওয়া হয়েছে, মইনের ক্ষেত্রেও তাই। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তই মেনে দেশে ফিরে যায় মইন।’’