ভিওসি রিপোর্ট
নবীজিকে নিয়ে মন্তব্য-বিতর্কে সুপ্রিমকোর্টের রায়ে বড় স্বস্তি পেল বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা। বুধবার আদালত নির্দেশ দিয়েছে যে, দেশজুড়ে নূপুর শর্মার বিরুদ্ধে দেশেব্যাপি যে যে অভিযোগগুলো দায়ের হয়েছে, তা এক ছাতার তলায় আনতে হবে। বিতর্কে জড়ানোর পর এই হিন্দুত্ববাদী নেত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। সেই বিষয়টি খতিয়ে দেখেই শীর্ষ আদালতের এই নির্দেশ বলে সূত্রের খবর। ফলে এবার আর দেশের বিভিন্ন থানায় নূপুর শর্মাকে হাজিরা দিতে হবে না। বরং এক ছাতার তলায় এখন তথা দিল্লিতেই সমস্ত মামলার তদন্ত হবে।
নবীকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা । সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে তার বিরুদ্ধে দেশজুড়ে বহু মামলা দায়ের হয়েছিল। সেই সমস্ত মামলা একসঙ্গে করার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্ত হয়েছিলেন বহিষ্কৃত বিজেপি নেত্রী। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জে বি পার্দিওয়ালার বিশেষ বেঞ্চে বুধবার বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হয় মামলার শনানি। দীর্ঘ শুনানী ও যুক্তি তর্কের পর শীর্ষ আদালত নুপুর শর্মার দাবীর পক্ষে রায় দান করেন। যেহেতু নুপুর শর্মার মন্তব্যের জেরে দেশব্যাপি প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে ওঠে। এমনকি এতে হিন্দুত্ববাদী নেত্রী নুপুর শর্মার প্রাণনাশের সংশয় হয়েছিল। বিশেষ করে এই কারণেই তার সমস্ত মামলা দিল্লিতে এক ছাতার তলায় এনে তদন্ত করার নির্দেশ দিয়েছে শীর্ষআদালত।
উল্লেখ্য, একটি জাতীয় সংবাদমাধ্যমের বিতর্ক অনুষ্ঠানে নবীজিকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান নূপুর শর্মা। দেশজুড়ে তার গ্রেফতারির দাবি ওঠে। বিরোধীরা সরব হয়। সংখ্যালঘু সমাজ কার্যত রাজপথে নেমে প্রতিবাদে শামিল হয়। বিদেশেও সমালোচনার মুখে পড়ে ভারত। বিশেষ করে মধ্ঃপ্রাচ্যের দেশগুলো সমালোচনার ঝড় ওঠে। নুপূর শর্মার বিরুদ্ধে দেশের একাধিক জায়গায় এফআইআর দায়ের হয়। কলকাতারও বেশ কয়েকটি থানায় অভিযোগ দায়ের হয়।কলকাতাস্হ বিভিন্ন দেশের বিভিন্ন থানা পুলিস বিজেপি নেত্রীকে সমনজারী করে হাজিরা দেওয়ার জন্য।
পহেলা জুলাইয়ের শুনানিতে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ সমস্ত হিংসার জন্য নুপূর শর্মাকে দায়ি করেন। নবীকে নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন সেটারও সমালোচনা করেন তারা। বুধবার ওই মামলায় ফের শুনানি হয়। সেখানে শীর্ষ আদালতের বিচারপতিরা তাদের রায়ে, নূপুর শর্মার বিরুদ্ধে দেশজুড়ে দায়ের হওয়া সমস্ত অভিযোগ এক ছাতার তলায় আনতে হবে এবং দিল্লি পুলিস সমস্ত অভিযোগের তদন্ত করবে।
জানা গিয়েছে, নূপুর শর্মার বিরুদ্ধে দিল্লি, মহারাষ্ট্র, তেলঙ্গানা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর, অসমে অভিযোগ দায়ের হয়েছে। কলকাতায় অভিযোগ দায়ের হওয়ার পাশাপাশি জেলায় জেলায় উত্তেজনা ছড়ায়। হাওড়ার অঙ্কুরহাটিতে অবরোধ হয়। ১০৬ নম্বর জাতীয় সড়ক এবং কোনা এক্সপ্রেসওয়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। পার্কসার্কাস, উলুবেড়িয়া, পোর্টের কাচ্চি সড়ক রোডেও উত্তেজনা ছড়ায়। বোমাবাজির অভিযোগও ওঠে। একাধিক স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে।