দিব্যেন্দু গোস্বামী, বীরভূম প্রতিনিধি
সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেই দিকেই পাখির চোখ করে বীরভূম জেলার কংগ্রেসের কার্যকর্তারা নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দুর্নীতির প্রতিবাদ করতে। জেলায় প্রায় প্রতিদিনই কংগ্রেসের কর্মীসভা আয়োজন করা হচ্ছে। বীরভূম জেলার নেতৃত্বকে এবং কংগ্রেস কর্মীদের চাঙ্গা করতে বিভিন্ন জায়গায় চলছে পথসভা থেকে মিছিল মিটিং । আগামী ১০ সেপ্টেম্বর প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বীরভূম জেলায় যে কর্মী সভা করবেন তারই প্রস্তুতি হিসাবে বীরভূমের বিভিন্ন মহকুমায় প্রচার অভিযান চালাচ্ছে জাতীয় কংগ্রেস।
পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে সব আসনেই তারা প্রার্থী দেবে ।, জয়ের ব্যাপারেও তারা আশাবাদী । সেই কারণেই বীরভূমের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি। 10ই সেপ্টেম্বর অধীর রঞ্জন চৌধুরীর কর্মীসভায় কর্মীদের চাঙ্গা করতেই তার এই সফর বলে জানা গিয়েছে। আর সেই কারণেই কংগ্রেস প্রচার করতে আরম্ভ করে দিয়েছে ।আজ অর্থাৎ বৃহস্পতি বার রামপুরহাটের নারায়ণপুর হাটতলায় কংগ্রেসের দলীয় পথসভা করা হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রদেশ কংগ্রেস সদস্য রথীন সেন। এদিন তিনি দলের পক্ষে বক্তব্য রেখে শনিবার অর্থাৎ ১০ সেপ্টেম্বর রামপুরহাটে অধীর চৌধুরীর কর্মীসভায় এলাকার নাগরিকদের অংশগ্রহণ করার আবেদন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের শিক্ষক নেতা রাজ্জাক আলী, রামপুরহাট ব্লক কংগ্রেস সভাপতি উত্তীয় মুখার্জী, রামপুরহাট যুব নেতা ইমাম বক্স, নারায়ণপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি চাঁদ শেখ প্রমুখ নেতৃত্ব।