প্রণব ভট্রাচার্য্য
সমস্ত জল্পনার অবসান ঘটলো ঘোষণা অনুযায়ী আজ, মঙ্গলবার বিসিসিআইয়ের ৩৬তম সভাপতি হিসেবে নিযুক্ত হলেন রজার বিন্নি। রজার বিন্নির হাতেব সংস্থার ব্যাটন তুলে দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রজার বিন্নি। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে আসীন হলেন।
পাশাপাশি জয় শাহ বিসিসিআইয়ের সচিব পদেই বহাল রইলেন। আগেই কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট বিন্নি বিসিসিআই পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রথমে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও পরে অবশ্য তা খারিজ হয়ে যায়। ফলে সৌরভের গদিতে বিন্নির বসা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা।
উত্তরসূরিকে কাজ বুঝিয়ে দিতে সোমবারই মুম্বই পৌঁছে গিয়েছিলেন মহারাজ। এরপর আজ মুম্বইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় সৌরভ গঙ্গোপাধ্যায় পরবর্তী সভাপতি হিসেবে রজার বিন্নির হাতে ব্যাটন তুলে দেন। সৌরভ তার নাম প্রস্তাব করেন, সভায় উপস্থিত অন্যান্যরা তাতে সমর্থন জানান।
এরপরই আনুষ্ঠানিক ভাবে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয় বিন্নির নাম। এছাড়া বিসিসিআইয়ের অন্যান্য পদাধিকারী, যাঁরা সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন সচিব জয় শাহ, কোষাধ্যক্ষ আশিস শেলার, সহ-সভাপতি রাজীব শুক্লা এবং যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া। আইপিএলের নতুন চেয়ারম্যান হবেন বিদায়ী কোষাধ্যক্ষ অরুণ ধুমাল।