আইবিসিসি আইয়ের পরিচালক মতিয়ার রহমান

বাংলাদেশে থেকে আমাদের প্রতিনিধি এম এ রহিম জানিয়েছেন, গত বৃহস্পতিবার ৩ (নভেম্বর) কলকাতার নিউজ পোর্টাল ‘ভয়েস অফ ক্যালকাটা’-য় ‘ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স-র যৌথ বৈঠক, আমদানি-রপ্তানি বৃদ্ধি-সমস্যা ও সম্ভাবণা নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত’- শিরোনামে  যে সংবাদ প্রকাশিত হয়েছে যা খুবই সময়োপযোগী ও বস্তুনিষ্ঠ পরিবেশনা। এই জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভয়েস অব ক্যালকাটাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের সেক্রেটারী এ কে আযাদ  ও  পরিচালক মতিয়ার রহমান। আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রতিনিধির কাছে পাঠানো এক অভিনন্দন বার্তা পাঠিয়ে তারা জানিয়েছেন, বিভিন্ন সময়ে আমাদের প্রাতিষ্ঠানিক নানা বিষয়ক সংবাদ ছাড়াও বাংলাদেশের বানিজ্য সংশ্লিষ্ট সময় উপযোগী বিভিন্ন  সংবাদ প্রকাশিত হওয়ায় নিউজ পোর্টাল কর্তৃপক্ষকে তারা ধন্যবাদ জানিয়ে বলেছেন,” আমরা প্রাতিষ্ঠানিকভাবে সবসময় আমাদের ও আমাদের দেশের খবরা-খবর প্রকাশ করার জন্য ভয়েস অফ ক্যালকাটা কর্তৃপক্ষের প্রতি  অনুরোধ জানাই’।

প্রকাশিত সংবাদটিকে ‘এক্সেলেন্ট নিউজ’ বলে উল্লেখ করেছেন আইবিসিসি আইয়ের  পরিচালক মতিয়ার  মতিয়ার রহমান বলেন দেশ জাতির কল্যানে ব্যাবসায়িদের যেমন ভুমিকা রয়েছে তেমনি গণমাধ্যমে এ ধরণের সংবাদ প্রকাশিত হলে আমরা ব্যাবসায়িরা কাজের প্রতি যেমন উৎসাহ পাই তেমনি গর্ববোধ করি।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বেনাপোল কাস্টম হাউসের সহযোগিতায় উভয় দেশের আমদানি-রপ্তানি বৃদ্ধিসহ সমস্যা ও সম্ভাবনার বিষয়ে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স-র যৌথ উদ্দ্যোগে  একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেনাপোল কাস্টম কমিশনার আবদুল হাকিমের সভাপতিত্ব দুই দেশের উচচ পর্যায়ের কর্মকর্তারা এই সভায় যোগদেন।  সভায় প্রধান অতিথি ছিলেন, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ল্যন্ডপোর্ট অথোরিটির মেম্বর ডেভেলপমেন্ট (অতিরিক্ত সচিব ফাহমিদা আক্তার, খুলনায় নিযুক্ত ভারতীয় এ্যাসিট্যান্ট হাইকমিশনার জিত সাগর, বেনপোল বন্দর পরিচালক মনিরুজামান, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের প্রথম সচিব (বানিজ্য),সামসুল আরিফ, যুগ্ম-কমিশনার আব্দুর রশিদ প্রমুখ