নিজস্ব প্রতিবেদন 
পেছাতে পেছাতে শেষ পর্যন্ত ১০তম কলকাতাবাংলাদেশ বইমেলা-২০২২ হওয়ার চূড়ান্ত দিন তারিখ ঘোষণা করলো বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
এর আগে দুই দফায় তারিখ ঘোষণা করেও ভেন্যু সমস্যার কারণে মেলা স্থগিত করা হয়। আগামী ২ ডিসেম্বর থেকে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে এই বাংলাদেশ বইমেলা ২০২২।বাংলাদেশ সৃজনশীল পুস্তক প্রকাশক সমিতির সভাপতি ও সময় প্রকাশনীর কর্ণধার ফরিদ আহমেদ সংবাদকে বলেন, বাংলাদেশ রপ্তানী উন্নয়ন ব্যুরোর আর্থিক সহায়তায় কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাস প্রতিবছর কলকাতায় বাংলাদেশ বইমেলার আয়োজন করে থাকে। বাংলাদেশের বিভিন্ন প্রকাশনা সংস্থার বই ভারতের জনগণের কাছে পৌছে দেয়ার লক্ষ্যে প্রতিবছর অলাভজনকভাবে এই বইমেলার আয়োজন করা হয়। ফরিদ আহমেদ জানান, ৯ম বইমেলা অনুষ্ঠিত হওয়ার পর কোভিডের কারণে গেল দু’বছর বাংলাদেশ বইমেলা হতে পারনি। করোনার কাঁটা কাটিয়ে দু’বছর পর ফের কলকাতায় আয়োজন করা হচ্ছে বাংলাদেশ বইমেলার। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে কলেজ স্কোয়ারে। ইতিমধ্যেই মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশ বইমেলার উদ্বোধন করবেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।

ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রকাশনা সংস্থা তাদের বই নিয়ে কলকাতায় পৌছেছে। বাকিরাও আসার পথে । সব প্রকাশনা সংস্থা তাদের বই নিয়ে ১লা ডিসেম্বরের মধ্যে মেলা প্রাঙ্গনে পৌছে যাবে। এমনটাই জানিয়েছেন কলকাতা উপ-হাইকমিশনের প্রথম সচিব (বানিজ্য)শামছুল আরিফ।
শামছুল আরও জানা, ২০১১ সাল থেকে কলকাতায় বাংলাদেশের বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। কলকাতায় প্রথমবার বই মেলার আয়োজন করা হয়েছিল রবীন্দ্রসদনের গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়। তার পর থেকে প্রতিবছর কলকাতায় বাংলাদেশের বইমেলাটি রবীন্দ্রসদন এলাকায় মোহরকুঞ্জে অনুষ্ঠিত হয়। কিন্তু মাঠ পরিচালনা কর্তৃপক্ষ তাদের ‘অভ্যন্তরীণ জটিলতার কারণে এবার বইমেলার জন্য মোহরকুঞ্জ মাঠের অনুমোদন দিতে অপারগ হয়। মূলত এই কারণে আগে দু’দফায় বইমেলা স্থগিত করা হয়েছিল।

এ ব্যাপরে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন ‘সংবাদ’-কে জানান, এবার বইমেলায় স্টলের জন্য এ পর্যন্ত ৬৯টি প্রকাশনা সংস্থার আবেদন পাোয়া গেছে। সে অনুযায়ী তাদের স্টল বরাদ্দ চূড়ান্ত হয়েছে। আরও বেশ কয়েকটি স্টল প্রস্তুত রাখা হয়েছে। মেলা শুরুর শেষ পর্যায়ে বই মেলায় স্টলের জন্য যদি কোন সংস্থা আবেদন করেন তবে তাদের তা দেয়া হবে। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। প্রতি সন্ধ্যায় মেলামঞ্চে বিভিন্ন অনুষ্ঠান বিশেষ করে সেমিনার, কবিকন্ঠে কবিতা পাঠ, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এমনটাই জানিয়েছেন রঞ্জন।

এবার ১০ম বাংলাদেশ বইমেলা কলকাতায় পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে কলেজ স্কোয়ারে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে মেলা প্রাঙ্গণ সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। বই বলতেই যেখানে পশ্চিমবঙ্গের মধ্যে কলেজ স্ট্রিটের নাম উঠে আসে সেখানে বাংলাদেশ বইমেলার আয়োজনে স্বাভাবিকভাবেই পাঠক থেকে প্রকাশকদের উৎসাহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এই চত্বরে কলেজে পড়ুয়াদের আনাগোনা খুব বেশি থাকায় তাঁরাও বাংলাদেশ বইমেলার উদ্বোধনের জন্য অপেক্ষা করছেন। চন্দ্রাবতী অ্যাকাডেমি, আদর্শ শব্দশৈলী, অন্বেষা প্রকাশন, দেশবন্ধু শেখ মুজিবর রহমান স্মৃতি জাদুঘর, নবযুগ প্রকাশনী সহ মোট ৬৯ টি বাংলাদেশি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে কলকাতার বাংলাদেশ ১০ম বইমেলাতে ।