ভিওসি ডেক্স

আজ জয়পুরে  শুরু হয়েছে আরএসএস-র তৃতীয় সেবা সমাগ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত এই সমাগমের উদ্বোধন করেন।

এই সময় পিরামল গ্রুপের চেয়ারম্যান অজয় ​​পিরামল এবং বালযোগী উমেশ নাথ মহারাজকে সাথে নিয়ে ভাগবত এই সেবা সঙ্গমের উদ্বোধন করেন। সেবা সঙ্গমে দেশের ৪৫টি প্রদেশ এবং ১১টি অঞ্চল থেকে ৮০০ টিরও বেশি স্বেচ্ছাসেবী সংস্থার ৩০০০ প্রতিনিধি অন্তর্ভুক্ত হয়েছে, সেবা ভারতীর সাধারণ সম্পাদক রেণু পাঠক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

পাঠক বলেন, সেবা সঙ্গমের প্রধান এবং অন্তর্নিহিত উদ্দেশ্য হল সেবা ভারতীর সাথে যুক্ত স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সম্মিলিত প্রচেষ্টাকে একত্রিত করে একটি সুরেলা, সক্ষম এবং স্বনির্ভর সমাজ এবং একটি সমৃদ্ধ ভারত গড়ে তোলা। এর সাথে, স্বেচ্ছাসেবকদের এবং মহিলাদের উত্সাহিত করা এবং ভারতকে সু-পুষ্ট করাও একটি লক্ষ্য রয়েছে।

সেবা সঙ্গমে, শিক্ষা, স্বাস্থ্য, স্বনির্ভরতা এবং সামাজিক ক্ষেত্রে সেরা কাজের প্রদর্শনীর মাধ্যমে প্রতিনিধিদের উদ্বুদ্ধ করা হবে।

সেবা ভারতীর প্রথম সেবা সঙ্গম ২০১০  সালে বেঙ্গালুরুতে সংগঠিত হয়েছিল। এর মূলমন্ত্র ছিল ‘পরিবর্তন’ এবং এতে ৯৮০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

২০১৫ সালে, ‘সমরস ভারত, সমর্থ ভারত’ মূলমন্ত্র নিয়ে নয়াদিল্লিতে দ্বিতীয় সেবা সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল। এতে প্রায় সাড়ে তিন হাজার প্রতিনিধি অংশ নেন। আর আজ জয়পুরে হচ্ছে  তৃতীয় সেবা সঙ্গম হচ্ছে।

তৃতীয় সেবা সঙ্গমে উপস্থিত থাকছেন আরএসএস নেতা দত্তাত্রেয় হোসাবলে, উদ্যোক্তা নরসি রাম কুলারিয়া, আরএসএস-এর সর্বভারতীয় কার্যনির্বাহী সদস্য সুরেশ ভাইয়া জি জোশী, সহ-সরকার্যবাহ মুকুন্দ সিআর, শ্রী স্বামী মাধবানন্দ বিশ্ব শান্তি পরিষদের প্রতিষ্ঠাতা, বিশ্বগুরু মহামণ্ডলেশ্বর পরমহংস স্বামী মহেশ্বরানন্দের স্বামী মহেশ্বরানন্দ, মিশনার্স ভাইয়া জি যোশী, মহারাজ, রাজসমন্দের সংসদ সদস্য দিয়া কুমারী ও উদ্যোক্তা অশোক বগলা উপস্থিত থাকবেন।

সেবা সমাবেসে উপস্থিত শিক্ষা, স্বাস্থ্য ও স্বনির্ভরতার ক্ষেত্রে সেরা পারফরম্যান্সকারী প্রতিনিধিদের সাক্ষাৎকার নেওয়া হবে।