জার্মানির এসেন শহরে অনুষ্ঠিত ইবরা ২০২৩’ শীর্ষক বিশ্ব ডাকটিকিট প্রদর্শনীতে বাংলাদেশী সংগ্রাহক মোহাম্মদ মনিরুল ইসলাম IBRA 2023-এ স্বর্ণপদক জিতেছেন। এ ছাড়াও এই প্রদর্শনীতে বাংলাদেশের প্রতিদ্বন্দীগণ আরও দুইটি ভারমেইল এবং দুইটি রৌপ্য পদকও অর্জন করেছেন।জার্মানির এসেন শহরে ২৫ মে ২০২ থেকে ২৮ মে-২০২৩ চারদিনব্যাপী অনুষ্ঠিত বিশ্ব স্ট্যাম্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতামূলক ইভেন্টে বিশ্বের ৬৫টি দেশের ৬০০ জনেরও বেশি ফিলাটেলিস্ট অংশগ্রহণ করেছেন ।এই প্রতিযোগিতামূলক প্রদর্শনীতে প্রথমবারের মতো একজন বাংলাদেশী ফিলাটেলিস্ট সোনা জিতে এমন গৌরব অর্জন করেছেন। FIP, Fédération Internationale de Philatélie এর পৃষ্ঠপোষকতা। ফিলাটেলির বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফিলাটেলিক ফেডারেশন (এফ.আই.পি.)’র প্যাট্রোনেজ প্রাপ্ত এই প্রদর্শনীতে সারাবিশ্বের ৬৫ টি দেশের ছয়শো’র অধিক ফিলাটেলিস্ট প্রতিদ্বন্দিতা করেছেন। FIP পৃষ্ঠপোষকতা সহ আন্তর্জাতিক প্রদর্শনীগুলি প্রতিযোগিতা এবং স্বীকৃতির সর্বোচ্চ স্তরের জন্য পরিচিত।বাংলাদেশের প্রথিতযশা ফিলাটেলিস্ট মোহাম্মদ মনিরুল ইসলাম তার The Evolution of the Bengal Court & Tax System c. 1700-1880 শীর্ষক আট-ফ্রেমের এক্সিবিটের জন্য স্বর্ণ পদক অর্জন করেন। পাশাপাশি, তার এক্সিবিটটি বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হয়। এতে ব্যবহৃত হয়েছে দুষ্প্রাপ্য ও অতি দুর্লভ ফিলাটেলিক সামগ্রী। উল্লেখ্য যে, এফ.আই.পি. মানের বিশ্ব ডাকটিকিট প্রদর্শনীতে এটাই বাংলাদেশের পক্ষে প্রথম স্বর্ণ পদক প্রাপ্তি।মনিরের স্বর্ণ পদকের পাশাপাশি শামসুল আলম Birds of Bangladesh’ এবং সাওদা বিনতে ফয়েজ Women in Bangladesh Philately’ ভারমেইল পদক অর্জন করেন। অপর দুই প্রতিযোগী তাহিয়া মেহরিমা জামান ও মানহা ইসলাম রৌপ্য পদক অর্জন করেন।মোহাম্মদ মনিরুল ইসলাম তার প্রদর্শনীর জন্য দ্য ইভোলিউশন অফ দ্য বেঙ্গল কোর্ট অ্যান্ড ট্যাক্স সিস্টেম সি 1700-1880 যা রাজস্ব স্ট্যাম্প, স্ট্যাম্পড কাগজপত্র এবং অন্যান্য দুষ্প্রাপ্য নথি উপস্থাপনের মাধ্যমে বর্তমানে\বাংলাদেশের অন্তর্ভুক্ত অঞ্চলে কর ব্যবস্থার পরিবর্তনগুলিকে তুলে ধরে। বিশ্ব স্ট্যাম্প প্রদর্শন প্রতিয়োগিতায় মনিরুল ইসলাম স্বর্ণ জিতেছে, শামসুল আলম এবং সাওদা বিনতে ফয়েজ যথাক্রমে ‘বার্ডস অফ বাংলাদেশ’ এবং ‘ওমেন ইন বাংলাদেশ ফিলাটেলি’ প্রদর্শনীর জন্য ভার্মিল পদক পেয়েছেন। অন্য দুই প্রদর্শক, তাহিয়া মেহরিমা জামান এবং মানহা ইসলাম তাদের প্রদর্শনীর জন্য রৌপ্য পদক জিতেছেন।
- সোহরাব আলম, ঢাকা থেকে