গৌতম লাহিড়ী

নিরপেক্ষ ও প্রতিনিধিত্বমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য পশ্চিমা চাপের মধ্যে, বাংলাদেশ শুক্রবার এখানে ৭ জানুয়ারী, ২০২৪-র  নির্ধারিত সাধারণ নির্বাচনে  পর্যবেক্ষকদের একটি আন্তর্জাতিক টীমে বিদেশী দূতদের  অংশ নেয়ার জন্য  খোলা আমন্ত্রণ জানিয়েছেন দিল্লি সফররত বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

শুক্রবার  নয়াদিল্লিতে  প্রায় ৫০টি দেশের মিশন প্রধানদের অংশগ্রহণে এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ঢাকায় মিশন খোলার জন্য তাদের স্বাগত জানিয়ে আসন্ন নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।  আজ (শনিবার ) বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান বাংলাদেশের প্রশাসন সেখানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবে, এমনটাই  আশ্বাস দিয়েছেন বিভিন্ন কূটনৈতিক মিশন প্রধানদেরকে।

মিশন প্রতিনিধিদের সাথে  শুক্রবার রাতের সেই বৈঠকের বিষয় নিয়ে  ভারতীয় মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, “পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে বাংলাদেশ সরকারের। এটাই জনগণের চাওয়া। এটি দেশের সাংবিধানিক বিধানের অধীনে অনুষ্ঠিত হবে।”

হাইকমিশনার মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বৈঠকে প্রায় ৫০টির বেশি দেশের প্রায় ৩০ জন রাষ্ট্রদূত ও মিশন প্রতিনিধি অংশ নেন। পররাষ্ট্র সচিব সমাবেশে বক্তব্য রাখেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তাদের অবহিত করেন। দক্ষিণ আমেরিকা, পূর্ব ইউরোপ এবং আফ্রিকার অনেক দেশের রাষ্ট্রদূতরা সমাবেশে যোগ দেন।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে কথা বলার সময় পররাষ্ট্র সচিব বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়াকে বিপন্ন করার চেষ্টা করছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাসভবন এমনকি পুলিশ কর্মী ও সাংবাদিকদের ওপর হামলা এবং ভাঙচুরসহ সহিংসতায় লিপ্ত হয়েছে। পরিবহণে আগুন জ্বালানোর মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর পায়তাড়া করছে।। তাদের হামলায় ইতোমধে্য এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সাথে বৈঠকে সম্প্রতি অনুষ্ঠিত ভারত-মার্কিন ২+২ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “সাধারণত আমরা দ্বিপাক্ষিক আলোচনায় তৃতীয় দেশ নিয়ে আলোচনা করি না, তবে ভারতীয় পররাষ্ট্র সচিব তাদের স্পষ্ট করে দিয়ে বলেছিলেন বাংলাদেশের নির্বাচনে  সে দেশের জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে। ভারত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না।” তিনি আরও বলেন, “আমরা আশা করি অন্য সব দেশ আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়কে সম্মান করবে। বাংলাদেশের সঙ্গে অন্য দেশের পরিস্থিতির তুলনা করা যায় না। প্রতিটি দেশের নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি ও ব্যবস্থা রয়েছে। এটা রাতারাতি পরিবর্তন করা যাবে না। ”

প্রধান বিরোধী দল বিএনপির অংশগ্রহণ ছাড়া নির্বাচনের বৈধতা প্রসঙ্গে বাংলাদেশের  পররাষ্ট্র সচিব বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ায় যোগ দিতে চাইলে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করতে প্রস্তুত। এটা কোনো দলের অংশগ্রহণের প্রশ্ন নয়, কিন্তু গুরুত্বপূর্ণ ছিল জনগণের অংশগ্রহণ। অতএব, ভোটাররাই  নির্বাচনের বৈধতার জন্য একটি প্রধান সূচক হবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি জোটের মধ্যে সংলাপ সম্ভব কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘সরকার সংলাপের জন্য উন্মুক্ত ছিল, কিন্তু এখন সেই সময় ফুরিয়ে আসছে। তদুপরি, বিরোধী দল নির্বাচিত সরকারের পদত্যাগ এবং একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি করছিল যা সংলাপের পূর্বশর্ত। সেই সরকার বাতিল করেছে।”

বিরোধী দলের বিভিন্ন নেতাকে গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ২৮ অক্টোবর বিরোধী দল হরতাল-অবরোধের ডাক দিলে ওই নেতাদের নির্দেশে গণপরিবহনে আগুন দেওয়া হয়। এমনকি ট্রেনও রেহাই পায়নি। আইনশৃঙ্খলা রক্ষার জন্য সরকার কিছু নেতাকে গ্রেফতার করতে বাধ্য হয়। সেখানে অগ্নিসংযোগ ও হামলার ভিডিও ফুটেজ রয়েছে।

তথ্য ঋণ : India News Stream: