নিজস্ব প্রতিবেদন
ভয়াবহ কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াতের। বুধবার দুপুর ১২টা ৪০ নাগাদ তামিলনাডুর কোয়েম্বাটোর ও সুলুরের মাঝে নীলগিরি চা বাগানে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার এমআই ১৭ভি৫ হেলিকপ্টার। ভেঙে পড়ার পর তাতে আগুন ধরে যায়। সেই কপ্টারেই ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ মোট ১৪ জন। সুলুর থেকে তাঁরা ওয়েলিংটনে যাচ্ছিলেন। সূত্রের খবর, ঘটনায় সিডিএস ও তাঁর স্ত্রী সহ ১৩ জনেরই মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা। বিষয়টির ওপর নজর রাখছে প্রতিরক্ষামন্ত্রক। ঘটনাস্থলে যেতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বায়ুসেনা সূত্রের খবর, হেলিকপ্টারে ছিলেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা, হাবিলদার সতপাল সহ মোট ১৪ জন।
ভারতীয় সেনার এলিট শিক্ষা প্রতিষ্ঠান – ডিফেন্স স্টাফ কলেজ। বুধবার সেখানেই একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিপিন রাওয়াত। ঘটনাস্থলে পৌঁছনোর ৫ মিনিটি আগেই দুর্ঘটনা ঘটে। সেনা সূত্রের খবর।সূত্রে খবর, বুধবার বেলা ১২.২০ মিনিটে বিপিন রাওয়াতকে নিয়ে নীলগিরির দুর্গম চা বাগানে ভেঙে পড়ে বায়ুসেনার কপ্টার। এদিন প্রথমে ৪ জনের মৃত্যুর খবর আসে। তারপর তামিলনাড়ুর বনমন্ত্রী রামচন্দ্র জানান, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। এরপরই বাড়তে থাকে মৃতের সংখ্যা। পাশাপাশি রামচন্দ্র জানিয়েছেন, দুর্ঘটনাস্থল অত্যন্ত দুর্গম হওয়ার কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।
কপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত, নায়েক গুরসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ছিলেন ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভেঙে পড়ার পর বায়ুসেনার হেলিকপ্টারে আগুন লেগে যায়। সেনা প্রধানের কপ্টার দূর্ঘটনাটির কারন দূর্ঘঘটনা- অন্তর্ঘত না সন্ত্রাসী জানার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেয়া হয়েছে