ভিওসি প্রতিবেদন

১৮ জুলাই (মঙ্গলবার)কলকাতায ‘দুর্যোগ এবং জলবায়ু ঝুঁকি যোগাযোগের উপর এক দিনের একটি মিডিয়া সংবেদনশীলতা সম্পর্কীত কর্মশালা অনুষ্ঠিত হয় কলকাতা প্রেসক্লাবে।

জাপানের Keio বিশ্ববিদ্যালয়ের ইন্দো-জাপান ল্যাব এবং RIKA (রেজিলিয়েন্স ইনোভেশন নলেজ একাডেমি)-র যৌথ সহযোগিতায় কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত হল এই কর্মশালা।

কর্মশালায় বিভিন্ন ধরণের দুর্যোগ এবং সেগুলি নিরাপদ উপায়ে কভার করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়া হয়। দুর্যোগকালে সাংবাদিকদের নিরাপত্তা সহ ঝুঁকিপূর্ণ মূহূর্তে কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে এই নিয়েই বক্তব্য রাখেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে শুরু হয় একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে। বিপর্যয় মোকাবিলার বিষয়ে মূল বক্তব্য রাখেন কেইও ইউনিভার্সসিটি ও রিকা ইনস্টিটিউটের অধ্যাপক ড. রাজীব সাহা। তিনি দীর্ঘদিন বিপর্যয় মোকাবিলা নিয়ে কাজের সঙ্গে যুক্ত। তরুণ সাংবাদিকরা কীভাবে দুর্যোগকালে নিজেদের রক্ষা করবে তারও একটা প্রচ্ছন্ন ধারণা সম্পর্কিত  বক্তব্য তুলে ধরেন তিনি।

এছাড়াও প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, রাজ্যের মন্ত্রী জাভেদ খান এই কর্মশালায় উপস্থিত ছিলেন।  জাভেদ খান বলেন, বিপর্যয় বিষয়টি কী, কোথায় কী ধরনের বিপর্যয় হতে পারে সেবিষয়েও ধারণা থাকতে হবে সাংবাদিকদের। বিপর্যয় বিষয়ে ধারণা থাকলে তবেই সাবধানতা  নেওয়া এবং সবাইকে জানানো সম্ভব।