পুরোপুরি সফল হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) জিও ইম্যাজিং স্যাটেলাইট (GISAT-1)-এর উৎক্ষেপণ। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টা ৪৩ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।

ISRO চেয়ারম্যান কে সিভান জানান, ক্রোয়োজেনিক স্টেজে ত্রুটি রয়েছে। ফলে উপগ্রহটিকে কক্ষপথে বসানো যায়নি। ২০১৭-র পর থেকে পরপর ১৪টি সফল মিশনের সাক্ষী থেকেছে ইসরো। ২০১৭-র পর এটাই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটির প্রথম ব্যর্থতা। GSLV-F10 রকেটের পিঠে চাপিয়ে বৃহস্পতিবার ভোরে জিও ইমেজিং স্যাটেলাইট (জিস্যাট-১)-কে মহাকাশে পাঠানো হয়।

জানা গিয়েছে, ভয়াবহ বন্যা, প্রাকৃতিক দুর্যোগের খবর যাতে বহু আগে থেকে পাওয়া যায়, সেজন্যই জিস্যাট-১-এর মতো শক্তিশালী উপগ্রহকে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করেছে ভারত। GISAT-1 প্রত্যহ দিন ও রাতে ৪ থেকে ৫ বার পৃথিবীকে প্রদক্ষিণ করবে। উপগ্রহে রয়েছে ৬টি ব্যান্ডের অনেকগুলো ইমেজিং সেন্সর। আগামী দু’বছরের মধ্যে গগনযান, চন্দ্রযান-৩ এবং ভারতের প্রথম সৌর অভিযানেরও পরিকল্পনা রয়েছে ISRO-র।