২২ বছর হয়ে গেল কাজল-অজয়ের দাম্পত্যের বয়স। সেই প্রথম ১৯৯৫ সালে ‘হালচাল’ ছবিতে দু’জনের দেখা। কাজল প্রচুর কথা বলতেন বলে অজয়ের তাঁকে একদম ভাল লাগেনি। উল্টোদিকে কাজলেরও তেমন পছন্দ হয়নি অজয়কে। কিন্তু প্রথম দৃশ্যে অভিনয় করে অজয় বুঝেছিলেন, এই মহিলা প্রশংসনীয়। তার পর ধীরে ধীরে বন্ধুত্ব। প্রথম দু’বছর তাঁরা অন্যান্য প্রেম করছিলেন। কিন্তু কবে যে তাঁদের সম্পর্ক প্রেম পরিণতি পেল, তা কাজল ও অজয় দেবগণেরও অজানা।

তাঁদের সম্পর্কের খুঁটিনাটি জানেন না অনেকেই। কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে কাজল তাঁদের সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে একটি মজার ঘটনার কথা জানান। বেশ গাঢ় বন্ধুত্ব হয়ে উঠেছে কাজল ও অজয়ের। অজয় অন্য প্রেম করছেন। কাজলও অন্য সম্পর্কে। কিন্তু প্রেমের সমস্যায় জর্জরিত কাজল। কার কাছে সমাধান চাইবেন? অজয় রয়েছেন তো!