গত পাঁচদিন হাওড়া শহরে সেভাবে বৃষ্টি হয়নি। তা সত্ত্বেও জলমগ্ন হাওড়া পুরসভার বেশ কয়েকটি নিচু এলাকা। বামনগাছির ই রোড করপাড়ায় এখনও জল নামেনি। প্রতিবাদে শুক্রবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান জলবন্দি মানুষ। অবশ্য হাওড়া পুরসভার পক্ষ থেকে পাম্প বসিয়ে জমা জল বের করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
গত সপ্তাহে দফায় দফায় প্রবল বৃষ্টির জেরে হাওড়া শহরের কমপক্ষে ৩৫ টি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। জল থৈ থৈ করে রাস্তাঘাট, দোকান এবং বাড়ি। বৃষ্টি বন্ধ হতে শহরের বেশিরভাগ জায়গা থেকে জল নেমে গেলেও এখনও বেশ কয়েকটি নিচু এলাকায় জল জমে আছে। পচা জল জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার বামুনগাছি ই রোডের করপাড়ার বাসিন্দারা বেনারস রোড অবরোধ করেন। তাঁদের অভিযোগ, বারবার হাওড়া পুরসভাকে জানানো সত্ত্বেও জল নিকাশির কোন ব্যবস্থা নেওয়া হয়নি। পুরসভা থেকে কোন আধিকারিক দেখতে আসেন না তাঁরা কেমন আছেন। ফলে দিনের পর দিন তাদের জল যন্ত্রণা সহ্য করতে বাধ্য হচ্ছেন।
এদিকে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য ভাস্কর ভট্টাচার্য্য জমা জলে মানুষের দুর্ভোগের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, এবারে অতিবৃষ্টি এবং জল নিকাশি ব্যবস্থায় ত্রুটির কারণে জল বের হতে দেরি হচ্ছে। তিনি আশ্বাস দেন, ওই এলাকায় পাম্প বসানো হয়েছে যাতে জল নেমে যাবে।