ভিওসি প্রতিবেদন
প্রেসক্লাব, কলকাতা-র উদ্যোগে বিভিন্ন বিভাগে “সাংবাদ প্রভাকর অ্যাওয়ার্ড ফর জার্নালিস্টিক এক্সিলেন্স” শুরু করেছে। মানসম্পন্ন সাংবাদিকতাকে স্বীকৃতি দিতে ও উৎসাহিত করতে এটি চালু করা হচ্ছে। প্রথম বাংলা দৈনিক সংবাদ প্রভাকরের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়। উপমহাদেশের প্রাচীনতম প্রেসক্লাবের সহকর্মী সাংবাদিকদের মেধার প্রশংসা করতেই এই উদ্যোগ। পুরস্কারের এন্ট্রির বিষয়বস্তু হচ্ছে ‘উন্নয়ন সাংবাদিকতা।’
সাংবাদিকতার শ্রেষ্ঠত্বের জন্য সংবাদ প্রভাকর পুরস্কার প্রাপ্তব্যরা হলেন যথাক্রমে: বাংলায় বিজয়ী (প্রিন্ট)- সান্তনু ঘোষ, আনন্দবাজার পত্রিকা। বাংলায় প্রিন্ট-র জন্য বিশেষ জুরি পুরস্কার অন্বেষা ব্যানার্জী, এই সময়।
ইংরেজিতে বিজয়ী (প্রিন্ট)- সুকান্ত সরকার, সীমান্ত। ইংরেজির জন্য বিশেষ জুরি পুরস্কার (প্রিন্ট)- সুজিত নাথ, পিটিআই।
হিন্দিতে বিজয়ী (প্রিন্ট) – ভারতী জৈনানি, প্রভাত খবর। ইলেকট্রনিক্স মিডিয়ায় বিজয়ী – বিশ্বজিৎ মিশ্র, নিউজ ১৮ বাংলা। ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য বিশেষ জুরি পুরস্কার—মৌসুমী বন্দোপাধ্যায়, দূরদর্শন।
ফটো সাংবাদিকতায় বিজয়ী- দেবজ্যোতি চক্রবর্তী, রাষ্ট্রীয় সাহারা, ফটো সাংবাদিকতায় বিশেষ জুরি পুরস্কার প্রাপ্ত- কৌশিক দত্ত, উত্তর বঙ্গ সংবাদ।
২২ জুলাই ২০২৩, ময়দানস্থ কলকাতা-প্রেসক্লাব তাঁবুতে বিকাল ৪ টায় ক্লাবের প্রতিষ্ঠা দিবসে এই পুরষ্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রেক্লাব, কলকাতা-র সভাপতি স্নেহাশিস সুর ও সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক সাক্ষরিত প্রেসরিলিজ জারি করে এই তথ্য জানিয়ে সবাইকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।
সূত্র : প্রেসরিলিজ