পেট্রোল ও ডিজেলের দাম কমার কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না ৷ সোমবারও পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখল সরকারি তেল সংস্থাগুলি ৷ ১৬ অগাস্ট নিয়ে প্রায় এক মাসে দেশের বাজারে স্থির রয়েছে তেলের দাম ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে প্রায় ৫ ডলার কম হয়েছে ৷ তা সত্ত্বেও দেশের বাজারে তেলের দামের উপর তার কোনও প্রভাব পড়েনি ৷

IOCL-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০১.৮৪ টাকা ও ডিজেল ৮৯.৮৭ টাকা প্রতি লিটার ৷ মে মাসের পর থেকে ধাপে ধাপে ৪২ দিনে প্রায় ১১.৫২ টাকা দাম বেড়েছিল পেট্রোলের ৷ তবে গত ২৯ দিনে পেট্রোলের দামে কোনও বদল করা হয়নি ৷ ডিজেলের দাম বেড়েছিল ৯.০৮ টাকা ৷

১৮ জুলাইয়ের পর থেকে তেলের দাম অপরিবর্তিত রয়েছে ৷ পেট্রোলের দাম শেষ বার ১৭ জুলাই ৩০ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছিল ৷

দেখে নিন এদিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম

নয়াদিল্লি- পেট্রোল ১০১.৮৪ টাকা, ডিজেল ৮৯.৮৭ টাকামুম্বই- পেট্রোল ১০৭.৮৩ টাকা, ডিজেল ৯৭.৪৫ টাকাচেন্নাই- পেট্রোল ১০২.৪৯ টাকা, ডিজেল ৯৪.৩৯ টাকাকলকাতা- পেট্রোল ১০২.০৮ টাকা, ডিজেল ৯৩.০২ টাকাবেঙ্গালুরু- পেট্রোল ১০৫.২৫ টাকা, ডিজেল ৯৫.২৬ টাকালখনউ- পেট্রোল ৯৮.৮০ টাকা, ডিজেল ৯০.২৬ টাকাপটনা- পেট্রোল ১০৪.৫৭ টাকা, ডিজেল ৯৫.৮১ টাকাভোপাল- পেট্রোল ১১০.২০ টাকা, ডিজেল ৯৮.৬৭ টাকাজয়পুর – পেট্রোল ১০৮.৭১ টাকা, ডিজেল ৯৯.০২ টাকাগুরুগ্রাম- পেট্রোল ৯৯.৪৬ টাকা, ডিজেল ৯০.৪৭ টাকা

দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ আপনি পেট্রোল ও ডিজেলের দাম ওয়েবাসইটে গিয়ে সহজেই জানতে পারবেন ৷ এর পাশাপাশি RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠিয়ে সহজেই পেট্রোল ও ডিজেলর দাম জানতে পারবেন ৷

SSOURCE-NEWS18